বগটুই গণহত্যার মূল চক্রী বড় লালন সেখ অবশেষে গ্রেপ্তার সিবিআইয়ের হাতে।
                        
                        
গত ২১ মার্চ  বগটুই মোড়ে খুন হন স্থানীয় বড়শাল পঞ্চায়েতের তৃণমূলী উপ প্রধান ভাদু সেখ।  সেই খুনের বদলায় এক হাড়হিম করা বিভৎসার সাক্ষী হয় বগটুই। একের পর এক বাড়িতে ঢুকে কুপিয়ে, কেরোসিন, পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় একের পর এক মহিলা, পুরুষ, শিশুকে।  ভাদু সেখের পুরোনো বাড়ির সামনে বাণিরুল সেখ  ও মিহিলাল সেখের বাড়ি থেকে উদ্ধার আগুনে পুড়ে কালো মন্ডে পরিণত হওয়া সাত সাতটি লাশ!  পরে আশপাশের আরও বাড়ি থেকে জখম অবস্থায় উদ্ধার করা হয়ে আরও কয়েকজনকে। তাদের মধ্যে আরও তিন মহিলার মৃত্যু হয় হাসপাতালে। এর বদলায় হওয়া নারকীয় হত্যালীলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। দুই ঘটনার তদন্তভার পেয়ে  দুই মামলাতেই গত ২০  জুন প্রাথমিক ও গত ২১ নভেম্বর অতিরিক্ত চার্জশিট জমা দদেয় সিবিআই। ভাদু খুনের দুই চার্জশিটে নাম থাকা ছয় জনই গ্রেপ্তার হয়েছে। অপরদিকে গণহত্যায় গ্রেপ্তার হয়েছেন দুই চার্জশিটে নাম থাকা ২৬ জন। তবে সিবিআই তদন্তে গণহত্যার মূল চক্রি হিসাবে যাকে চিহ্নিত করে হুলিয়া জারি করা হয়েছিল সেই বড় লালন সেখ কিন্তু এতদিন অধরাই। অবশেষে তাকেও গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে সিবিআই। আজ তোলা হবে আদালতে।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0