Salim on Jiban Krishna's Arrest

জীবনকৃষ্ণরা নাটবল্টু, দুর্নীতিতন্ত্রের মাথায় পৌঁছাচ্ছে না সিবিআই-ইডি: সেলিম

রাজ্য

গতবার জীবনকৃষ্ণ পুকুরে ফোন ফেলেছিলেন, এবার নর্দমায়। আমরা আগে বলেছি মমতা ব্যানার্জির তৃণমূল সরকার একটা দুর্নীতিতন্ত্র তৈরি করেছে। এই বিধায়করা হচ্ছে নাট বল্টু। যারা মাথার ওপর তাদের কাছে যাচ্ছে না। 
সোমবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি প্রসঙ্গে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, কাকুর গলার স্বর নিয়ে এক বছর চুপ করে ছিল। ২৬ হাজার চাকরি গেল তার জন্য কেউ শাস্তি পাবে না? এটাই ‘খেলা হবে’। জেলের ভেতরে বাইরে যাওয়া-আসা হবে। কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন ভাইপোর সংস্থায় হানা দেওয়া হলো না। যারা বিজেপিতে গিয়েছে তারা বলছে লিস্ট অভিষেকের কাছে যেত, টাকা সেখানে যেত। কেন কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সেলিম বলেন, প্রধানমন্ত্রী মোদী এক বছর আগে বলেছিলেন কোনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না। তারপর বিদেশ ঘুরে বেরিয়েছেন। এক বছরে দেখলাম চিটফান্ড থেকে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে যারা জেলের ভেতরে ছিল জামিন পাচ্ছে। অনুব্রত মণ্ডল থেকে পার্থ চ্যাটার্জি আমরা দেখেছি। আবার রাজীব কুমারের মতো কাউকে ধরে ঘোরানো হবে। মুখ্যমন্ত্রী ধর্ণায় বসবেন। কাকুর কন্ঠস্বরে দেখেছি ভাইপোর নাম চলে এলেই ইডি, সিবিআই চুপ করে যায়। 
সেলিম বলেন, ভোটের আগে ইডি, সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। যেখানে দরকার ভূমিকা থাকছে না। যেখানে দরকার নেই সেখানে অযথা হয়রানি করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। 
কৃষ্ণনগরে কিশোরী খুনের ঘটনায় এক প্রশ্নে সেলিম বলেন, এত অস্ত্র কোথা থেকে আসছে। বগটুইয়ের পর মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি-কে বলেছিলেন সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে। কেন এখনো উদ্ধার হলো না? ঘটনার পর জানা যাচ্ছে যে ঘটেছে।

Comments :0

Login to leave a comment