‘‘ফ্রিডম অ্যাট মিডনাইট’’ বিটিথে তিনি ভারতের স্বাধীনতার আশেপাশের ঘটনাগুলি উল্লেখ করেছেন। মাউন্টব্যাটেনকে ভাইসরয় হিসাবে নিয়োগ থেকে মহাত্মা গান্ধীর হত্যা সবের উল্লেখ তিনি করেছেন।
                        
                        
১৯৮৫ সালে ‘‘সিটি অফ জয়’’ বইতে কলকাতার একজন রিকশাচালকের জীবন সংগ্রামের কথা তিনি তুলে ধরেন। 
ল্যাপিয়ের সিটি অফ জয় বই থেকে পাওয়া রয়্যালটির একটা বড় অংশ দান করেন সেবামূলক কাজের জন্য।
                        
                        
বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারিরীক সমস্যায় তিনি ভুগছিলেন। ল্যাপিয়ের স্ত্রী ডোমিনিক কনচন তাঁর মৃত্যু সংবাদটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0