প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সাত মিনিটের চুরির জেরে তোলপাড় পড়েছে ফ্রান্সে। ঐতিহাসিক অলংকারের অত্যাশ্চর্য চুরির ঘটনা ঘটেছে। যে সব অলংকার খোয়া গেছে তা ফিরে পাওয়ার সম্ভাবনা ও খুব ক্ষীণ বলেই মনে করছে মিউজিয়াম কর্তৃপক্ষ।
মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চুরির করা হয়েছে মা ব্যবহার করে। চোরেরা একটি ট্রাকে মা নিয়ে আসে। যার সাহায্যে জানলা দিয়ে ল্যাভূর মিউজিয়ামের সবচেয়ে মুল্যবান অ্যাপোলো গ্যালারিতে পৌঁছায়।
মূলত দুটি হাই-সিকিউরিটি ডিসপ্লে কেস, যার মধ্যে নেপোলিয়নের যুগের অলংকারও ছিল, সেখানে ঢোকে।
চুরি করার সময় তাদের কাছে
একটি অ্যঙ্গেল - গ্ৰাইন্ডার ও ব্লো-র্টচের ব্যবহার করে। ৭ মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ গুটিয়ে বাইকে চম্পট দেয় বলেই মনে করা হচ্ছে।
মিউজিয়াম থেকে ১০৮৩ টি হীরা ও ২৪টি রত্ন চুরি গিয়েছে। শ্রীলঙ্কার নীলকান্ত মণি বসানো একটি টায়রা ও লেকলেসের সেট চুরি গেছে। সোমবার বন্ধ রাখা হয় মিউজিয়ামকে।
এর আগেও ১৯১১ সালে ল্যুভর মিউজিয়াম থেকে লিওনার্দো দ্যা ভিঞ্চি র আঁকা ছবি চুরি যায় এবং বেলজিয়াম পুলিসের সহায়তায় সেটিকে দুই বছর পর উদ্ধার করা সম্ভব হয়।
Paris' Louvre Museum
প্যারিসের ল্যুভর মিউজিয়ামে চুরিতে যাওয়া সামগ্রী না মেলার শঙ্কা

×
Comments :0