Flipkart Strike

১৫-১৬ ঘন্টা কাজ করে পাঁচশো টাকা মজুরি, তারাতলায় ফের ধর্মঘটে ফ্লিপকার্ট শ্রমিকরা

কলকাতা

তারাতলায় ফ্লিপকার্টের ধর্মঘটী শ্রমিকরা। ছবি: মদনমোহন সামন্ত

এক মাস কাটতে না কাটতেই ফের ধর্মঘটে নামতে বাধ্য হলেন তারাতলা ফ্লিপকার্ট মিনিটস হাব-এর গিগ শ্রমিকরা। শ্রমিক শোষণ করেও উপযুক্ত পারিশ্রমিক না দেওয়ার নতুন ফন্দি পড়েছে প্রতিবাদের মুখে। 
এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর, পারিশ্রমিক সহ অন্যান্য দাবিতে ধর্মঘট করেছিলেন তারাতলা ফ্লিপকার্ট মিনিটস হাব-এর শ্রমিকরা। পরে ক্ষেত্রীয় পরিচালন কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট তুলে নিয়ে ফিরেছিলেন কাজে। এবার এই কেন্দ্রেই শনিবার সকাল থেকে প্রায় আশি জন গিগ শ্রমিক ধর্মঘট শুরু করেছেন। 
গিগ শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ সুচতুরভাবে গিগ শ্রমিকদেরকে কম পারিশ্রমিক দেওয়ার উপায় খুঁজে বের করেছে। শ্রমিকদের পারিশ্রমিক আগের চেয়ে অনেক কমে গিয়েছে।
যে জোনে (এলাকা) তারাতলা ফ্লিপকার্ট মিনিটস কাজ করে, গত ১৪ জানুয়ারি থেকে আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়া, সেই জোনে কাজের এলাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাতে শ্রমিকদের অর্ডার কম আসছে। 
ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সাগ্নিক সেনগুপ্ত জানান, শ্রমিকরা কাজ করতে চান। তাঁরা বেশি অর্ডার সরবরাহ করতে চান। তাতে করে তাঁদের পারিশ্রমিক বেশি পাবেন। কিন্তু সংস্থা আগাম কোনও কিছু না জানিয়ে কাজের ক্ষেত্র কমিয়ে দেওয়ার কারণে তাঁদের অর্ডার ঢুকছে কম। ফলে তাঁরা যথেষ্ট পরিমাণে সামগ্রী সরবরাহ করতে পারছেন না। 
বহু শ্রমিক কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী সাত-আট বা নয় মাস কাজ করেও প্রাপ্য জয়েনিং বোনাস বা রেফারাল বোনাস পাচ্ছেন না। অথচ এই হাবের পরিচালন কর্তৃপক্ষ কয়েকজনকে জয়েনিং বোনাস দেওয়ার নাম বারোশো থেকে ২২০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। 
পরিচালনগত নানা সমস্যার পাশাপাশি পরিচালকদের দুর্ব্যবহারেও বাড়ছে ক্ষোভ। সরবরাহকারী শ্রমিকদেরকেই পিকারেরও কাজ করার পাশাপাশি তাঁদেরই সামগ্রী বের করে জায়গা পরিষ্কার করতে হচ্ছে। সামগ্রী সরবরাহের করার সময় কমে যাচ্ছে। রোজগার কম হচ্ছে।
এদিন তারাতলা ফ্লিপকার্ট মিনিটস হাবের ক্ষেত্রীয় পরিচালন কর্তৃপক্ষ (জোনাল ম্যানেজমেন্ট)-এর প্রতিনিধিরা  পৌঁছেছেন। তাঁদের সঙ্গে পশ্চিমবঙ্গ গিগ শ্রমিক ইউনিয়নের আলোচনা চলেছে। স্মারকলিপি পেশ করা হয়েছে। ইউনিয়ন লড়াই চালাচ্ছে, ধর্মঘট চলছে। যতক্ষণ না দাবি-দাওয়া মিটছে ততক্ষণ ধর্মঘট চলতে থাকবে বলে ইউনিয়নের তরফে জানানো হয়েছে। ক্ষেত্রীয় পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রমিকদের দেওয়া স্মারকলিপি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছেন। 
ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের তরফে এদিন তারাতলা ফ্লিপকার্ট মিনিটস হাবে উপস্থিত রয়েছেন ইউনিয়নের সম্পাদক সাগ্নিক সেনগুপ্ত, সৌমজিৎ রজক, সৌরভ গাঙ্গুলী, জয় ঘোষাল ও সাগ্নিক ব্যানার্জি।
এখানকার ধর্মঘটী শ্রমিকদের পক্ষে সুদীপ্ত দাস জানিয়েছেন, ‘‘বিগত চার দিন ধরে আমাদের জোন বন্ধ করে দেওয়া হয়েছে‌। আমাদের সঙ্গে আগাম কোনরকম আলোচনা ছাড়াই কাজের ক্ষেত্র কমিয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে লোক ভাড়া নিয়ে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছেন। ১৫-১৬ ঘণ্টা কাজ করে মাত্র চার থেকে পাঁচশ টাকা আমরা পারিশ্রমিক পাচ্ছি।’’

Comments :0

Login to leave a comment