ইন্দোরে ভাগীরথীপুরে কর্পোরেশনের পানীয় জলের বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা ২৪ হয়েছে বলে খবর। কিন্তু এই মৃত্যুর সংখ্যা নিয়ে বারবার সংশয় তৈরি করছে সরকারি মহল। ফলে বেশির ভাগ নিহতদের পরিবার সরকারি ক্ষতিপুরণ থেকে বঞ্চিত হচ্ছেন। এখনও পর্যন্ত ৩৩০০ জনেরও বেশি অসুস্থ বলে খবর। নতুন করে একাধিক মানুষ রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল গুলিতে রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। শনিবার সকালে ইন্দোরে পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সকাল ১১ টায় রাহুল গান্ধী ইন্দোর বিমানবন্দরে পৌঁছান। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি জিতু পাটোয়ারী সহ মধ্যপ্রদেশ কংগ্রেসের বিপুল সংখ্যক সিনিয়র নেতা। এখানে বর্তমানে ৮ জন রোগী আইসিইউতে রয়েছেন। এখান থেকে তিনি সরাসরি বোম্বে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। দূষিত জল পান করে অসুস্থরা ভর্তি রয়েছেন এখানেই। তাঁদের সঙ্গে দেখা করেন রাহুল। বেশ কিছুক্ষণ কথাও বলেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাহুল গান্ধী। জানা গেছে তিনি ভাগীরথপুরা এলাকায় মারা যাওয়া ব্যক্তিদের বাড়িতেও যাবেন এবং তাদের পরিবারের সঙ্গে দেখাও করবেন। রাহুল গান্ধী এদিন প্রথমে ভাগীরথপুরে গীতা বাঈয়ের পরিবারের সঙ্গে দেখা করেন। তারপর তিনি জীবনলালের দ্বিতীয় বাড়িতে যান।
রাহুল গান্ধী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে নিহত ও অসুস্থদের সাহায্য এবং ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রের সরকারকে জবাবদিহি করতে হবে। ক্ষতিগ্রস্থ পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন রাহুল গান্ধী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জিতু পাটোয়ারী দাবি করেন, ভাগীরথপুরায় দূষিত পানীয় জলের কারণে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এবং আট থেকে দশজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। দাবি করে বলেন, জলের বিষক্রিয়ায় কারণে সমগ্র রাজ্যের ৭০ শতাংশ জল পান করার অযোগ্য। এই জল মানুষের কিডনি এবং অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করছে। কংগ্রেস নেতৃত্ব বলেন প্রয়োজনে রাহুল গান্ধী মৃত ও অসুস্থ মানুষগুলির বাড়িতে পায়ে হেঁটে যাবেন।
ভাগীরথপুরে স্থানীয়দের মধ্যে এখনও পর্যন্ত পানীয় জলের ভয় রয়ে গিয়েছে। ট্যাঙ্কারের মাধ্যমে সরবরাহ করা জলও ব্যবহার করতে চাইছেন না সাধারণ মানুষ। স্থানীয়রা জানিয়েছেন, নতুন করে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিতে এখনও একাধিক মানুষ চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর অবস্থায় আইসিউ-তেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
Rahul Gandhi Visits Indore
ভগীরথপুরার হাসপাতালে অসুস্থদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী
×
Comments :0