Jyoti Basu Oath

জ্যোতি বসু স্মরণে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম গড়ার শপথ আজ

রাজ্য

 শনিবার জননেতা জ্যোতি বসুর সপ্তদশ প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে বর্তমান সঙ্কটময় রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে রাজ্যজুড়ে শপথ গ্রহণ করা হবে সিপিআই(এম)’র আহ্বানে। যে সাম্প্রদায়িক রাজনীতির বিপদ সম্পর্কে দূরদর্শী জ্যোতি বসু সতর্ক করেছিলেন সেই সাম্প্রদায়িকতার বিপদ এখন শুধু দেশের শাসন ক্ষমতাতেই নেই, বাংলার মাটিতেও থাবা বসিয়েছে। এর বিরুদ্ধেই জ্যোতি বসুর রাজনৈতিক আদর্শকে পাথেয় করে আপসহীন লড়াইয়ের অঙ্গীকার করা হবে রাজ্যজুড়ে। জ্যোতি বসুর নামাঙ্কিত সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র জেবিসিএসএসআর’এও নানা কর্মসূচি পালিত হবে তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে। 
একদিকে, এসআইআর ঘিরে রাজ্যবাসীকে বিশেষত গরিব প্রান্তিক মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে, অন্যদিকে, সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ ছড়ানো হচ্ছে রাজনৈতিক মেরুকরণের লক্ষ্যে। রামমন্দির তৈরির নামে ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার ঘটনার পরেই সাম্প্রদায়িক রাজনীতির জন্য বিজেপি’কে ‘অসভ্য বর্বর’ বলেছিলেন জ্যোতি বসু। সেই সঙ্গে বলেছিলেন, ‘তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ ওরা এরাজ্যে বিজেপি’কে নিয়ে এসেছে’। সেই বিজেপি এখন কেন্দ্রের সরকারে এবং বিভিন্ন রাজ্যের সরকারে বসে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে, খাদ্য পোশাক ভাষা ধর্মের নামে পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করছে। পশ্চিমবঙ্গের সরকারে বসে তৃণমূল সেই রাজনীতিতেই মদত জুগিয়ে চলেছে, মুখ্যমন্ত্রী সরকারি কোষাগারের অর্থে একের পর এক মন্দির নির্মাণ করে চলেছেন। 
এই পরিপ্রেক্ষিতেই সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শনিবার জ্যোতি বসুর প্রয়াণ দিবসে রাজ্যজুড়ে এলাকায় এলাকায় সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে শপথবাক্য পাঠের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূলের মতো সুবিধাবাদী রাজনীতি নয়, বিজেপি-আরএসএস’র বিরুদ্ধে কঠোরতম অবস্থান দেখিয়েছিলেন জ্যোতি বসু। তাঁর প্রয়াণ দিবসে সাম্প্রদায়িক রাজনীতি ও আদিবাসী ও দলিতদের অধিকারের ওপরে আক্রমণের বিরুদ্ধে, এসআইআর শুনানির নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানির বিরুদ্ধে আমরা শপথবাক্য পাঠ করব। এলাকার বিশিষ্ট মানুষজন, শিক্ষক, প্রবীণ ব্যাক্তিত্ব, গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে অবদান রয়েছে এমন মানুষজন এই কঠিন সময়ে দেশ ও রাজ্য রক্ষা করার শপথ বাক্য পাঠ করাবেন। 
এদিকে জ্যোতি বসুর সপ্তদশ প্রয়াণ দিবস উপলক্ষে জ্যোতি বসু নগরে (নিউটাউন) জেবিসিএসএসআর’এ গত ১১ জানুয়ারি ১৫২ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ‘বসে আঁকো প্রতিযোগিতা’ সম্পন্ন হয়েছে। বিসিএসএসআর’র সম্পাদক রবীন দেব শুক্রবার জানিয়েছেন, শনিবার সকাল ১১ টায় জেবিসিএসএসআর’র ভবনে জ্যোতি বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে এবং তারপর শপথ গ্রহণের কর্মসূচি পালিত হবে। এরপর প্রবীণ সিপিআই(এম) নেতা ডাঃ সূর্য মিশ্র এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা করবেন। দুপুর ২টো পর্যন্ত ৫টি বিভাগে পিআরসি’র উদ্যোগে চিকিৎসকরা এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা দেবেন। বিকেল ৩টেয় জেবিসিএসএসআর ভবনের তিনতলায় ‘তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।

Comments :0

Login to leave a comment