সিকিমে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলকাতার বাসিন্দা এক মহিলা পর্যটকের। শুক্রবার পরিবারের সাথে উত্তর সিকিমে ছুটি কাটাতে গিয়ে কলকাতার ৪৭ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে বাঁচানো যায়নি। লাচুং পৌঁছানোর পর তিনি বেশ কয়েকবার শ্বাসকষ্ট এবং বমি করতে শুরু করেছিলেন। এই অবস্থা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার ১৫,৩০০ ফুট উচুতে অবস্থিত জিরো পয়েন্ট গিয়েছিলেন। এত উঁচুতে, অক্সিজেনের মাত্রা খুব কম থাকে, যা হৃদপিণ্ড এবং ফুসফুসের উপর হঠাৎ চাপ বৃদ্ধি করতে পারে। চিকিৎসকদের মতে, এই ধরনের পরিস্থিতিতে সামান্যতম অবহেলাও মারাত্মক হতে পারে।
আধিকারিকরা জানিয়েছেন যে শুক্রবার রাত ২টা নাগাদ মহিলার অবস্থার হঠাৎ অবনতি হয়। তিনি তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন। তার পরিবার সাহায্যের জন্য আবেদন করে এবং তাকে দ্রুত লাচুং আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
ওই পর্যটকের দেহ তাঁর বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে সিকিম প্রশাসন। সিকিম প্রশাসনের এক আধিকারিক সাংবাদিকদের বলেন, সিকিম সরকার পরিবারের সবরকম সাহায্য করবে। কলকাতায় যোগাযোগ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ভেঙে পরিবারের অনান্য সদস্যরা।
পর্যটকের মৃত্যু নতুন ঘটনা নয় পাহাড়ে। দার্জিলিঙ, সিকিম, সান্দাকফু বেড়াতে গিয়ে গত একবছরে একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক বলেন, পর্যটকদের অধিক উচ্চতায় বেড়াতে যাওয়ার আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। এই ধরনের ঘটনা পর্যটনে বিরূপ প্রভাব ফেলে।
Kolkata Tourist Dies
সিকিমে বেড়াতে গিয়ে কলকাতার মহিলা পর্যটকের মৃত্যু
×
Comments :0