GENERAL KNOWLEDGE / TAPAN KUMAR BAIRAGYA / Brahma Kamal / NATUNPATA / 12 DECEMBER 2025 / 3rd YEAR

জানা অজানা / তপন কুমার বৈরাগ্য / যে ফুল আঠারো হাজার ফুট উচ্চতায় ফোটে / নতুনপাতা / ১২ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BAIRAGYA  Brahma Kamal  NATUNPATA  12 DECEMBER 2025  3rd YEAR

জানা অজানা

নতুনপাতা

যে ফুল আঠারো হাজার ফুট উচ্চতায় ফোটে
তপন কুমার বৈরাগ্য

২৮ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
 

কথাটা অবিশ্বাস্য  হলেও সত্য। যেখানে মাটি নেই ,শুধু বরফে ঢাকা 
সেখানে জগতের এক সুন্দর ফুল ফুটতে পারে কেউ কল্পনাও করতে
পারে না।এই ফুলটা ভারতের একটা রাজ্যের আবার জাতীয় ফুল।
যে রাজ্যটার নাম উত্তরাখন্ড।হিন্দুধর্মে এবং বৌদ্ধধর্মে এই ফুলকে
সৌভাগ্য ও পবিত্রতার প্রতীক বলা হয়।ফুলটার সব কিছুই আশ্চর্য। সূর্যের
আলোয় অধিকাংশ ফুল ফোটে কিন্তু এই ফুল পূর্ণিমা রাতে ফোটে।
বছরে একবারই ফোটে।ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে এই
ফুলের পাপড়িগুলো ঝরে যায়।ফুল ফোটে আগস্ট মাসে।সাদারঙের
পাপড়িযুক্ত ফুল।এই ফুলের নাম ব্রহ্মকমল।অনেকে এই ফুলকে ফেনকমল
বলে।এই ফুল একজাতীয় বিরল পদ্ম। পুকুর বা দিঘির সাদা রঙের পদ্মের
মতন দেখতে এই ফুলকে।হিমালয়ে এই ফুল জন্মায়।হিন্দু লোককথা
অনুসারে এই ফুল সৃষ্টি করেছেন পরম জ্ঞানী ব্রহ্মা।তাই এই ফুল এতো
সুন্দর এবং সুবাস ভরা।ব্রহ্মা এই ফুলকে সৃষ্টি করেছেন বলে এর নাম
হয়েছে ব্রহ্মকমল। এই ফুল ফোটার আর একটা আশ্চর্যের
বিষয় কম করে দুটো ঘন্টা পূর্ণিমার আলো পাবে, তবে এই ফুল ফুটবে।
হিমালয় অভিযাত্রীদের অনেক সময় এই ফুল দেখার সৌভাগ্য ঘটে।
যদি তারা আগস্ট মাসের পূর্ণিমার রাত্রে সেখানে থাকার ব্যবস্থা করেন। 

কথিত আছে ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৯মে এভারেস্ট শৃঙ্গ জয় করার আগে নিউজিল্যান্ডের
এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে ৪৮০০মিটার উচ্চতায়
ব্রহ্মকমল দেখে খুবই বিস্মিত হয়েছিলেন।তবে তাদের এই ফুল দেখার
সৌভাগ্য হয় নি।কারণ এই ফুল ফোটে আগস্ট মাসে।
এই ফুলের গাছ বহু বছর বাঁচে।বেশ কয়েক বছর ফুল দেয়।
পৃথিবীতে এমন কোনো ফুল নেই যা এতো সাদা এবং অসম্ভব সুন্দর।
তাছাড়া এতো ঠান্ডায় এবং এতো উচ্চতায় কোনো ফুলগাছ জন্মায় না। 
 

Comments :0

Login to leave a comment