ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার সকাল থেকে আট ঘন্টার জন্য থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, সেতুর কেবল ও বিয়ারিং সংস্কারের কাজের জন্যই বন্ধ রাখা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী কাল সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে। ফলে রবিবার এই এলাকায় চরম যানজট হওয়ার আশঙ্কা থাকছে। রবিবার সকালে হেস্টিংস, খিদিরপুর, আলিপুর, রেড রোড এবং স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
বিকল্প পথের সন্ধান দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতাগামী পণ্যবাহী গাড়ি কোলাঘাট বা ডানকুনি দিক থেকে নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। যাত্রীবাহী গাড়ি কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে। এছাড়াও এজেসি বোস রোড থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া যানবাহনকে টার্ফ ভিউ হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে ৷ খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোডে ৷ এছাড়া কেপি রোডের গাড়িগুলিকে রেড রোড হয়ে বিকল্প পথে চালিত করা হবে ৷
Comments :0