Mock drill

‘মক ড্রিল’ নির্দেশিকায় কি সামরিক সংঘাতের বার্তা?

জাতীয়

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কয়েকটি রাজ্যকে আগামী ৭ মে 'মক ড্রিল' করার কথা জানিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর এয়ার রেড সাইরেনের এবং ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে। পহেলগাম পরবর্তীতে সরকার শুধু সামরিক ক্ষেত্র নয় অসামরিক ক্ষেত্র গুলিকেও প্রস্তুত করছে। যাতে করে কোনও বিমান হামলা হলে তৎক্ষণাৎ সময়ে কী কী পদক্ষেপ করতে হবে।
সংবাদসংস্থা জানিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে প্রস্তুতির নির্দেশ পাঠিয়েছে একাধিক রাজ্যকে। ছাত্র এবং সাধারণ নাগরিকদের অসামরিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ দিতে বলা হয়েছে।
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির পর কেন্দ্র এমন কোনও নির্দেশিকা রাজ্যগুলিকে পাঠায়নি বলে জানা গিয়েছে। 
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের কাছে পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। তারপর ভারত কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে একাধিক। সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত তার একটি। কিন্তু ঘটনার প্রায় পনেরোদিনেও সন্ত্রাসবাদী হামলায় সরাসরি যুক্ত কাউকে গ্রেপ্তার করার খবর জানাতে পারেনি কেন্দ্র। 
পহেলগাম থেকে ৬ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটনস্থল বৈসরণ ভ্যালিতে কেন কোনও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়নি, তারও উত্তর নেই। সন্ত্রাসবাদীরা ভারতেই রয়েছে না পালিয়ে গিয়েছে, তা-ও স্পষ্ট নয়।
ভারতের অভযোগ পাকিস্তানের মদতেই এই হামলা হয়েছে। অন্যদিকে পাকিস্তান পহেলগাম সন্ত্রাসে নিজেদের সংযোগ অস্বীকার করেছে।
গত রবিবার পাঞ্জাবের ফিরোজপুরে সেনা ছাউনিতে ব্ল্যাক আউট করা হয় বলে জানা গিয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে নাগরিকদের করণীয় সম্পর্কে নির্দেশিকায় রাজ্যগুলিকে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে বলে দাবি সংবাদসংস্থার। সাইরেন বাজলে কী করতে হবে তা-ও হাতে কলমে করে দেখাতে বলা হয়েছে।

Comments :0

Login to leave a comment