বলা হচ্ছে ‘অভিযান স্থগিত’। বলা হচ্ছে ‘মানবিক কারণে অভিযানে বিরতি’। অথচ তার ফাঁকে চলছে গণহত্যা। 
চব্বিশ ঘন্টায় গাজায় প্যালেস্তাইনের ৫৩ নাগরিককে হত্যা করল ইজরায়েলের সেনা। 
ইজরায়েলের সেনার অবরোধে খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে আরও ৬ প্যালেস্তিনীয়ের। 
ইজরায়েল রবিবার সরকারি স্তরে ঘোষণা করে যে ‘মানবিক কারণে’ স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল মাওয়াসি, দেয়ার আল বালাহ এবং গাজা শহরে অভিযান স্থগিত রাখা হবে। 
ইজরায়েল ফের আন্তর্জাতিক স্তরে ত্রাণের উদ্যোগ আটকেছে। ‘ফ্রিডম ফ্লোটিলা হান্ডা’ জলযান আটকে যায়। গাজা স্ট্রিপে ত্রাণ নিয়ে আসছিল এই জলযান। 
ইজরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৯,৭৩৩। 
প্যালেস্তিনীয় উদ্বাস্তু ত্রাণ বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের শাখা ইউএনআরডব্লিউএ জানিয়েছে ইজরায়েল ত্রাণ সংক্রান্ত মিথ্যা দাবি করছে। 
এই সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইজরায়েল দাবি করে চলেছে যে হামাস ত্রাণ চুরি করছে। এই দাবি অসত্য। ইজরায়েলের আসল উদ্দেশ্য রাষ্ট্রসঙ্ঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থার ত্রাণ আটকানো। ত্রাণ দিতে গেলেই হামাসকে মদত দেওয়ার মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
GAZA
‘অভিযানে বিরতি’ বলেও ৫৯ প্যালেস্তিনীয়কে হত্যা গাজায়
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0