BOOK TOPIC — PRADOSH KUMAR BAGCHI — MISHAR — NATUNPATA — 28 JULY 2025, 3rd YEAR

বইকথা — প্রদোষকুমার বাগচী — ‘চলুন মিশর ঘুরে আসি — নতুনপাতা — ২৮ জুলাই ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

BOOK TOPIC  PRADOSH KUMAR BAGCHI  MISHAR  NATUNPATA  28 JULY 2025 3rd YEAR

বইকথা

 

চলুন মিশর ঘুরে আসি
 

প্রদোষকুমার বাগচী


মিশর বা ঈজিপ্টের কথায় আমাদের মনে  প্রাচীন পাঠাগার পিরামিড আর মমির  কথা আসে। কিন্তু কে গড়েছিল পিরামিড? কিভাবে সংরক্ষণ করে রাখা হতো মৃতদেহগুলি। তুতেনখামেনই বা কে? এই সব প্রশ্নের খুব আকর্ষণীয় ঢঙে নির্ভরযোগ্য  জবাব রয়েছে এই বইটিতে। ‘আরবী ‘মিশ আর’ অর্থাৎ ‘ভিন্ন দেশ’ থেকে এই মিশর নামের জন্ম। এই শতাব্দীর মাঝামাঝি আরবের অধীনে যাওয়ার পরে এই ভূখণ্ডের নাম হয় মিশর।’ মিশরে যান বা না যান, বইটি পড়তে পড়তে আপনি চলে যেতে পারবেন মমির দেশে। সে তুতেনখামের অভিশপ্ত মমিই হোক বা অন্য ফারাওদের মমি— এসব নিয়ে কৌতূহল মেটাতে দেখতে হবে বইটি।  বইটি হাতে নিয়ে দেখলে যে কোনও ভ্রমণপিপাসু ও আগ্রহী মানুষ ঈজিপ্ট না ঘুরেও পেয়ে যাবেন  ঈজিপ্ট  ভ্রমণের স্বাদ।
তুতেনখামেনের দেশে
পথিক পা‌ঠক। মিত্র ও ঘোষ। ১০ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা—৭০০০৭৩। ২৫০ টাকা।

Comments :0

Login to leave a comment