বাংলাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে মিছিল। মিছিলে অংশ নেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রুবি থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলের পর হয় সংক্ষিপ্ত সভা। সেই সভা থেকে সরাসরি বিজেপি এবং তৃণমূলকে নিশানা করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তার পাশাপাশি রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে। তিনি প্রশ্ন তোলেন কেন ভিন রাজ্যে আক্রান্ত হওয়া পরিচয় শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কোন প্রতিনিধি পাঠাচ্ছে না। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন কোন চিঠি নবান্নর পক্ষ থেকে দেওয়া হচ্ছে না তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সেলিম বলেন, মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এই আতঙ্কের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই করতে হবে। গরিব খেটে খাওয়া মানুষের অধিকার যাতে কোনভাবে লুঠ না হয় সেই দিকে নজর রাখতে হবে।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার, দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক রতন বাগচী, ডিআইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
Comments :0