WEATHER

ভারী বৃষ্টি দক্ষিণের ৭ জেলায়, উত্তরে সব জেলাতে হবে বৃষ্টিপাত

রাজ্য কলকাতা

গত সপ্তাহ থেকেই বৃষ্টি চলছে দক্ষিণের সব জেলাতে। নিম্নচাপের জেরে কোথাও ভারী কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। একই সাথে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দিল্লি, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, থেকে জামশেদপুর- দিঘা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এসপ্তাহে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের জোড়া ফলায় বিদ্ধ হতে চলেছে দক্ষিণবঙ্গ। একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা যার জেরেই চলতি সপ্তাহে বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। বুধবার দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ নদীয়া ও বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে টানা চলবে বৃষ্টিপাত। দার্জিলিঙ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার। দার্জিলিঙ, কালিংপঙ, কোচবিহার , আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করে হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে।    

 

Comments :0

Login to leave a comment