TCS Layoff

১২ হাজার কর্মী ছাঁটবে টিসিএস, নজর মন্ত্রকের

জাতীয়

প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে টিসিএস। বিশ্বের বিভিন্ন কেন্দ্রেই কর্মী কমাবে ভারতের এই তথ্য প্রযুক্তি সংস্থা। 
সংবাদসংস্থা জানাচ্ছে যে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বিষয়টির ওপর নজর রাখছে। সংস্থার সঙ্গে ছাঁটাইয়ের পরিকল্পনা সম্পর্কে আলোচনাও করবে মন্ত্রক।
বিশ্বের মোট কর্মীর ২ শতাংশ বা ১২ হাজার ২৬১ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে টিসিএস। ম্যানেজমেন্ট স্তরেও হবে ছাঁটাই। 
এপ্রিল-জুন তিন মাসে টিসিএস ৫ হাজার কর্মীকে নিয়োগ করেছিল। টিসিএস বলেছে, ‘‘ভবিষ্যতের জন্য তৈরি রাখতে পুনর্গঠন করা হবে। নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা হবে। আর্টিফিসিয়াল ইনটিলিজেন্সের ব্যবহার বাড়ানো হবে।

Comments :0

Login to leave a comment