ভারত বন্ধু। তবে ভারতের ওপর শুল্কের বোঝা চাপাতে কসুর হবে না। এমন নীতিতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপালো আমেরিকা।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে ১ আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ভারত থেকে আমেরিকা যা আমদানি করবে তার ওপর ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি পেনাল্টিও চাপানো হবে।
এই সিদ্ধান্তের অর্থ, ভারতের পণ্যের দাম আমেরিকার জনতার কাছে বাড়বে। ফলে মার খাবে ভারতের রপ্তানি। ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতা আলোচনা চলার মাঝেই এই একতরফা সিদ্ধান্ত চাপিয়েছে আমেরিকা।
বাণিজ্য সমঝোতার আলোচনায় ভারতের কৃষি বাজার আমেরিকার কৃষিপণ্যের জন্য খুলে দেওয়ার প্রবল চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতের দুগ্ধজাত পদার্থের বাজারও সরাসরি আমেরিকার পণ্যের জন্য খুলে দিতে চাপ দেওয়া হচ্ছে। মোদী প্রশাসন মাথা ঝুঁকিয়ে চলায় চাপ সমানে বাড়াচ্ছে আমেরিকা।
ট্রাম্প তাঁর নিজের সোশাল মিডিয়া সংস্থা ‘ট্রুথ সোশাল’-এ বলেছেন, ‘‘ভারত আমাদের বন্ধু। তবে ভারতে আমাদের পণ্যের ওপর করের হার চড়া। বাণিজ্য আমরা কমই করতে পেরেছি।’’
কেবল তা-ই নয়, রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি লেনদেন সমঝোতাতেও দাদাগিরি ফলিয়েছে আমেরিকা। ট্রাম্প বলেছেন, ‘‘রাশিয়ার থেকে মোটা অঙ্কের সামরিক সরঞ্জাম কেনে ভারত। রাশিয়ার জ্বালানিও কেনে, সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে রয়েছে ভারত। চীনের পাশাপাশি ভারতও রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা। ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য সারা বিশ্ব যখন মুখর তখনই ভারত রাশিবার থেকে মোটা অঙ্কের লেনদেন চালাচ্ছে।’’
উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘেই বিশ্ব জনমত কার্যত একসুরে প্যালেস্তাইনে ইজরায়েলের একতরফা আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে। ইজরায়েল সবচেয়ে বড় মদতদাতা আমেরিকাই।
ভারত বলেছে, দেশের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যেমন ব্রিটেনের সঙ্গে বাণিজ্য সমঝোতা করা হয়েছে।
Comments :0