পুলিশের সামনেই সন্ন্যাসিনীদের হুমকি দিয়েছে বজরঙ দল। সঙ্ঘ পরিবারের এই শাখা পৌঁছেছে আদালতে, শুনানি বানচাল করতেও।
বুধবার ছত্তিশগড়ের দুর্গের জেলে আটক সেই খ্রীস্টান সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করলেন বৃন্দা কারাত। সঙ্গে ছিল বামপন্থীদের প্রতিনিধিদল। যার অংশ ছিলেন কেরালার সাংসদরাও।
মঙ্গলবারও দুর্গ জেলে আটক সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রতিনিধিদল। সাংসদরা থাকা সত্ত্বেও আটকে দেওয়া হয় বৃন্দা কারাতদের। তীব্র প্রতিবাদ জানানোয় এদিন দেখা করার অনুমতি মিলেছে।
দুর্গে বজরঙ দলের তাণ্ডব কেবল খ্রীস্টান সন্ন্যাসিনীদের হুমকি-ধমকিতে সীমাবদ্ধ থাকেনি। স্থানীয় আদিবাসী সুখমাই মান্ডবীকেও আক্রমণ করা হয়েছে। একাধিক আদিবাসী মহিলা হামলার শিকার হয়েছেন।
কেবল ছত্তিশগড় নয়, আদিবাসী প্রধান বিভিন্ন এলাকায় খ্রীস্টান ধর্মপ্রচারকদের ওপর পরিকল্পনা করে বিভিন্ন ওজর তুলে আক্রমণ বরাবর চালিয়ে আসছে আরএসএস। ওড়িশায় খ্রীস্টান ধর্মপ্রচারক গ্রাহাম স্টেইনসকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ওড়িশার সরকারে আসীন হয়ে হত্যাকান্ডের এক দোষীকে জেল থেকে ছেড়েছে বিজেপি। ঝাড়খণ্ডের প্রবীণ ধর্মযাজক সমাজকর্মী স্টান স্বামী মারা গিয়েছেন কারাগারেই।
এদিন দুর্গে খ্রীস্টান সম্প্রদায়ের বিভিন্ন জনের সঙ্গে দেখা করেছেন বৃন্দা কারাত। দেখা করেন জেলে বন্দি সন্ন্যাসিনীদের সহযোগীদের সঙ্গেও। এই সিপিআই(এম) নেত্রীর সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন, সিপিআই নেত্রী অ্যানি রাজা, সিপিআই(এম) সাংসদ কে রাধাকৃষ্ণন, এএ রহিম, সিপিআই সাংসদ পিপি সুনীর, কেরালা কংগ্রেস (মনি) সাংসদ জোস কে মনিও।
বুধবার এই সন্ন্যাসিনীদের জামিনের আবেদন জানানো হয়ে স্থানীয় আদালত। বজরঙ দল হুজ্জুতি চালায় একেবারে আদালত কক্ষের ভেতর। এর আগে সন্ন্যাসিনীদের পুলিশের সামনে হুমকি দিয়েছে এই বাহিনী। এদিন আদালতে ঢুকে দিয়েছে হুমকি। ফলে জামিনের আবেদনের শুনানি হয়নি।
কারাত বলেছেন, ‘‘ছত্তিশগড়ের বিজেপি সরকারের সময়ে এই বাহিনী বিনা বাধায় তাণ্ডব চালাচ্ছে।’’
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে প্রতিনিধিদল। আদিবাসী যুবতী মাণ্ডবী এবং আটক সন্ন্যাসিনীদের মুক্তির দাবি জানান। ভুয়ো অভিযোগে দায়ের এফআইআর বাতিলের দাবি করেন তাঁরা। আদিবাসীদের ওপর আক্রমণে দায়ী বজরঙ কর্মীদের গ্রেপ্তারির দাবি করা হয়।
মানব পাচার থেকে জোর করে ধর্ম বদলানোর অভিযোগ দায়ের করা হয়েছে এই সন্ন্যাসিনীদের বিরুদ্ধে।
Durg Nun Brinda Karat
দুর্গে আটক সন্ন্যাসিনীদের পাশে কারাত, বজরঙ দলের তাণ্ডবের নিন্দা

×
Comments :0