বর্গাদার, পাট্টাদারদের চাষে বাধা, হেনস্তা সহ পুলিশের অবৈধ হস্তক্ষেপের মতো ঘটনায় ধিক্কার জানিয়ে ডেবরা থানা ঘেরাও করল সিপিআই(এম)। বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থানার সামনে বিক্ষোভ অবস্থান চলল। পুলিশ প্রশাসন বাধ্য হলো আলোচনায় বসতে।
সিপিআই(এম)’র ডাকে সোমবার শতশত পাট্টাদার, বর্গাদার শামিল হন। আবাস যোজনায় বরাদ্দ টাকায় ঘর তৈরিতে পুলিশের বাধা, শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা সহ চুরি ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিবাদ জানানো হয়। থানায় অভিযোগ দায়ের করতে আশা গরিব মানুষকে হেনস্তা করে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদ জানানো হয়। থানার গেটের সামনে রমরমিয়ে চলা দালালচক্রের বিরুদ্ধে জানানো হয় প্রতিবাদ।
সিপিআই(এম) নেতা প্রাণকৃষ্ণ মন্ডল বলেন, ডেবরা ব্লক জুড়ে একাধিক মৌজায় বর্গাদার, পাট্টাদারদের উচ্ছেদ করতে শাসক দল তৃণমূলের সেই নেতারা, যাঁদের পূর্বপুরুষ জমিদার ছিলেন, তাঁরা নকল দলিলে করে সেই জমি থেকে উচ্ছেদ করতে চায়। আইনি এবং লাল ঝান্ডার লড়াইতে এই পাট্টাদার ও বর্গাদাররা চাষ করার অনুমতি পেলেও সেই চাষে পুলিশ প্রশাসন নানান ভাবে বাধা দিচ্ছে।
এমন ৫দফা দাবির প্রতিকারে ডেবরা থানার গেটে বৃষ্টি উপেক্ষা করেই সাড়ে ৪ ঘন্টা বিক্ষোভ অবস্থান চলে। পুলিশ প্রশাসন বাধ্য হয় ডেপুটেশন নিতে। জমি সংক্রান্ত ব্যাপারে পুলিশ চাষের জমিতে যাবে না এবং কোনো হস্তক্ষেপ করবে না বলে আশ্বাস দিতে বাধ্য হয়। প্রয়োজন হলে থানায় আলোচনার উভয়পক্ষকে ডেকে থানায় আলোচনা করা হবে বলে জানায়।
Debra Protest
জমি লুটে মদত পুলিশের, ডেবরায় থানায় টানা বিক্ষোভ

×
Comments :0