Gaza Killing

গাজায় ৬০ হাজার ছাড়ালো গণহত্যা, খুন অস্কারজয়ী সিনেমার কর্মীকে

আন্তর্জাতিক

গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গাজার স্বাস্থ্য বিভাগের বার্তায় এই তথ্য দেওয়া হয়েছে। 
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যর মধ্যে ৬০ জনকে হত্যার খবর দিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। জানানো হয়েছে যে ‘কৌশলগত বিরতি’ বললেও ইজরায়েলের সেনা হত্যা চালিয়েই যাচ্ছে। 
খাবারের সারিতে দাঁড়ানো মানুষকে হত্যা চলছে সমানে। কেবল ত্রাণ কেন্দ্রে গুলি চালিয়ে ৮০০-র বেশি প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েল। মঙ্গলবারও খাবারের সারিতে দাঁড়ানো ১৯ জনকে ইজরায়েলের সেনা হত্যা করেছে। 
প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কেও চলছে নির্মম দখলদারি। ইজরায়েলের পাঠানো লোকজনকে দিয়ে তৈরি করা রয়েছে বসতি। প্যালেস্তাইনের মাটিতে বসতি বসিয়ে সশস্ত্র একটি অংশকে হামলার কাজে ব্যবহার করা হয় বরাবর। ইজরায়েলের এই বসতি থেকে আক্রমণে মঙ্গলবারই নিহত হয়েছেন ১ প্যালেস্তিনীয়। নিহত আওয়াদ হাথলিন ফুটবলার, সমাজকর্মী। অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘নো আদার ল্যান্ড’-র সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এই সিনেমায় ইজরায়েলের বসতি দখলদারি এবং প্যালেস্তিনীয়দের হত্যার ইতিহাস দেখানো হয়েছে। মসাফার ইয়াট্টা গ্রামে ইজরায়েলের পাঠানো বাসিন্দারা গুলি করে হত্যা করে হাথলিন। ইজরায়েলের সাংবাদিক ইয়ুভাল আব্রাহাম এবং প্যালেস্তিনীয় সাংবাদিক বাসেল আদরা এই সিনেমা বানিয়েছিলেন। তাঁরাও হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন। 
গাজায় সঙ্কট তীব্র হয়েছে অপুষ্টির কারণে। ইজরায়েল দীর্ঘদিন ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে গাজায়। আন্তর্জাতিক ত্রাণ বন্ধ রেখে এখন ইজরায়েল এবং আমেরিকা নিজেদের তৈরি সংস্থা দিয়ে ত্রাণ কেন্দ্র চালাচ্ছে। সেখানে বারবার গুলি চালানো হচ্ছে খাদ্যের সারিতে দাঁড়ানো মানুষের ওপর।

Comments :0

Login to leave a comment