সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর চেহারা আরও স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনে। চাপের মুখে ভারত। সে সময়েই ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালন করবে। সংহতি জানাো হবে প্যালেস্তাইনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বকৃতির দাবিতে। বামফ্রন্টের বাইরের বামপন্থী দল সিপিআই(এম-এল) লিবারেশন এবং এসইউসিআই যোগ দেবে সমাবেশে। সোমবার কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে সিপিআই(এম) রাজ্য দপ্তরে একথা জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বাম দল গুলো বিভিন্ন সংগঠন সাম্রাজ্যবাদ বিরোধী, শান্তি দিবস পালন হবে, মিছিল সমাবেশ হবে। প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে হবে। কলকাতা সব সময় সাম্রাজ্য বাদের বিরুদ্ধে থেকেছে । সেই ধারাকে অব্যাহত রাখা হবে।
সেলিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ঋণের নাম করে আমাদের দেশের কৃষি, বাণিজ্যের ওপর আক্রমণ নামিয়ে এনেছে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। যারা বিশ্বায়ন এর কথা বলতো তারা এই কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশ এর প্রতিবাদ করেছে। ভারত সেটা করতে পারেনি। চীন, ইউরোপ পেরেছে।
সেলিম বলেন, ভারত প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক অক্ষে শামিল হয়েছে। সেই অবস্থান দেশের স্বার্থ বিরোধী। তার বিরুদ্ধেও এই সমাবেশ। যখন দিল্লিতে জি -২০ বৈঠক হয়েছিল তখন বিপুল টাকা খরচ হয়েছিল। এখন দেখা যাচ্ছে আমরা বিশ্বে কার্যত একা, পাশে কেউ নেই। আমাদের স্বাধীন বিদেশ নীতি দরকার।
সেলিম বলেন, প্যালেস্তাইনে গণহত্যা চলছে। বিশ্ব জুড়ে মানুষ রাস্তায় নেমেছে। স্বাধীনতার আগে থেকেই প্যালেস্তাইনের সাথে আমাদের বন্ধুত্ব। আমরা চাই দুই দেশের মধ্যে সংঘাত বন্ধ হক। প্যালেস্তাইনে গণহত্যা বন্ধ করতে হবে।
Comments :0