রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যুবককে। চলন্ত গাড়িতে মারা হয়েছিল পরপর চড়। যুবক পা চাটতে বাধ্য করা হয়েছিল। ঘটনা ঘিরে তুমুল শোরগোল হওয়ায় শনিবার দু’জনকে গ্রেপ্তার করেছে মধ্য প্রদেশ পুলিশ।
জানা গিয়েছে অমানবিক নিপীড়নের শিকার ওই যুবকের নাম মহসিন খান। ২৩ জুন তাঁকে গাড়িতে তুলে নির্যাতন চালায় চারজন। ভিডিও করে। শুক্রবার ওই ভিডিও ছড়িয়ে পড়ায় প্রতিবাদের স্বর জোরালো হতে থাকে। যার জেরে গোয়ালিয়রের পুলিশকে সক্রিয় হতে হয়েছে।
গোয়ালিয়রের পুলিশ জানিয়েছে, গাড়ির আরোহী আরও দুই অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। ধৃত দু’জনের বিরুদ্ধে অপহরণ এবং নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে মধ্য প্রদেশের বিজেপি সরকার তুমুল ক্ষোভের মুখে পড়ে এক আদিবাসী যুবকের নির্যাতনে। তাঁর গায়ে প্রস্রাব করে বিজেপি’র এক নেতা। ভিডিও ছড়িয়ে পড়ে জঘন্য সেই কাণ্ডের। দেশজুড়ে প্রতিবাদের মুখে মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শিবরাজ সিং-কে ওই যুবকের বাড়ি যেতে হয়। নির্যাতিত যুবকের পা ধুইয়ে ‘প্রায়শ্চিত্ত’ করার ছবি প্রচারও করে বিজেপি। কিন্তু তাতে সমালোচনা থামেনি।
তারপরই গোয়ালিয়রের ঘটনা সামনে আসায় ফের সমালোচনায় বিদ্ধ বিজেপি সরকার।
Comments :0