নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে মণিপুরের পরিস্থিতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে গিয়ে পরিস্থিতি শান্ত হচ্ছে বলে দাবি করলেও বাস্তব চিত্র তার উল্টোটাই বলছে। নজিরবিহীন হিংসার আগুন থেকে রেহাই পায়নি ৮ বছরের শিশুও। রবিবার পশ্চিম ইম্ফলে আরনসেম্বা এলাকায় একটি অ্যাম্বুলন্সে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত কিছু ব্যক্তি। সেই অ্যম্বুলেন্সে ছিল একটি ৮ বছরের শিশু। মা বাবার সঙ্গে জীবন্ত দগ্ধ হয় সে।
মৃত শিশুর নাম টনসিং হ্যানসিং। মাস খানেকের বেশী সময় ধরে মেইতেই ও কুকীদের মধ্যে অশান্তির জেরে উত্তপ্ত মণিপুর। ইতিমধ্যে প্রায় ১০০ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। গত রবিবার হিংসার মাত্রা ছাড়িয়ে যায় যখন একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। মণিপুরের কাংপোকপি জেলার কাংচুপ গ্রামে মা বাবার সঙ্গে থাকত ওই ৮ বছরেরে শিশু। মণিপুরে হিংসা ছড়াতেই তার পরিবার আসাম রাইফেলের শিবিরে আশ্রয় নেয়। সেখানে কোনও ভাবে গুলির স্প্লিন্টার ঢুকে যায় শিশুটির মাথায়। আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতেই অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিলে মৃত্যু হয় তার ও তার পরিবারের সদস্যদের।
আসাম রাইফেল নিরাপত্তা দিয় নিয়ে যাওয়া সত্বেও রক্ষা পায়নি অ্যম্বুলেন্সটি। পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ঘটনায়।
Comments :0