লোকালয়ে হাতির হানা। দলছুট এক হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের। দলছুট সেই হাতির আতঙ্কে ঘুম ছুটেছে এলাকার মানুষদের। মৃত ব্যক্তির নাম বাহাদুর মাহাতো(৭৫)। বাড়ি পুঞ্চা থানার দলহা গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। বর্তমানে হাতিটি বিভিন্ন জনবসতি এলাকা পেরিয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার এক রেঞ্জের জিতুজুড়ি গ্রামের অদূরে জঙ্গলে আশ্রয় নিয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে দলছুট ওই হাতিটি শনিবার দিন বাঁকুড়ার ছাতনা থানার ঝাটিপাহাড়ির জঙ্গলে আশ্রয় নিয়েছিল। হাতির অস্তিত্বের প্রমাণ পাওয়ার পরেই পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশিপুর রেঞ্জের বনকর্মীরা সতর্ক ছিল। কারণ এই দুটি এলাকা ছাতনা লাগোয়া। শনিবার রাতে ওই হাতিটি হুড়া থানার কালিয়াভাসা হয়ে পুরুলিয়াতে ঢোকে। তারপরে মাঝরাতে জুনারবাড়ি এলাকায় চলে আসে। রবিবার ভোরে বনদপ্তরের পুঞ্চা রেঞ্জ অফিসের পাশ দিয়ে হাতি পৌঁছয় ব্লক কার্যালয়ের পেছনে দলহা। ওই সময় এলাকায় ছিলেন বাহাদুর মাহাতো নামে ওই ব্যক্তি। হাতিটি তাকে লাথি মারে দূরে ছিটকে ফেলে। স্থানীয় মানুষজনই গুরুতর জখম ওই ব্যক্তিকে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। দলছুট ওই হাতির জন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনের মধ্যে।
Elephant attack
পুরুলিয়ায় দলছুট হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

×
Comments :0