শনিবার রাতে করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদপত্রের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার গভীর রাতে করাচির মহম্মদ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের আধিকারিক ডাঃ সাবির মেমন বলেছেন, তিনটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে আনার সময় তিনজনেরই মৃত্যু হয়েছে। পুলিশ আধিকারিক সৈয়দ আসাদ রাজা বলেন, আগুন লাগার ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
পাকিস্তানের সংবাদপত্র জানচ্ছে আচমকাই গুল প্লাজায় আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। অনেক দূর থেকে ধোঁয়া দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের রীতিমতো বেগ পেতে হয়। বাণিজ্যিক ভবনের বহুতলের নিচতলার দোকানগুলিতে আগুন লাগে। সেই কারণে উপরের তলায় থাকা বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী মুখপাত্র হাসানুল হাসিব খান জানিয়েছেন, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স পৌঁছায়। দমকলকর্মীরা মই, জলকামান এবং হোস পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
স্থানীয় দোকানদার মোহাম্মদ আহসান বলেন, তিনি যখন দোকান বন্ধ করবে ঠিক তখনই ৫ নম্বর গেটের কাছে আগুন দেখতে পান। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হলেও অগ্নিনির্বাপক ব্যাবস্থা না থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয় অনেক দোকান মালিক এবং কর্মচারী তাদের জিনিসপত্র ফেলে পালিয়ে যান। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ইতিমধ্যে আগুন লাগার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা আগুনের মধ্যেও মলের উপরের তলায় পৌঁছে আগুন নেভাচ্ছেন। আগুন ও ধোঁয়ায় কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়ে পড়ে। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসার পর, প্রশাসন তদন্তের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে যে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Pakistan
পাকিস্তানের শপিং মলে আগুন মৃত ৩, জখম ৭
×
Comments :0