আরজি কর হাসপাতালে অবস্থানে বসে অবস্থানে বসে আক্রান্ত হয়েছিলেন প্রতিবাদীরা। ছিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। ছিলেন ছাত্র-যুব-মহিলা কর্মীরা। তাঁদের নামেই আদালতে অভিযোগ দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় জামিন পেয়েছেন মীনাক্ষী এবং প্রতিবাদী অন্যরা।
সোমবার শিয়ালদহ আদালতে জামিনের রায় সম্পর্কে জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, গত বছরের ১৪ আগস্ট রাতে অবস্থানে বসেছিলেন প্রতিবাদীরা। তাঁদের ওপর মারাত্মক হামলা চালায় একদল সমাজবিরোধী। প্রতিবাদী এবং বামপন্থীরা বারবারই হামলাবাজদের ছবি, নাম জানিয়েছে প্রকাশ্যে। অথচ মুখ্যমন্ত্রী যুব সংগঠন ডিওয়াইএফআই-কে দায়ী করেছিলেন। হামলাবাজদের পিছনে তৃণমূলের মদতের প্রতিবাদও বারবার জানিয়েছেন বামপন্থীরা।
গত বছর ৯ আগস্ট চিকিৎসক-ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল আরজি কর হাসপাতালের সেমিনার রুমে। গোড়া থেকে আসল অপরাধীদের ধরার দাবিতে আন্দোলনে শামিল থেকেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।  
সেলিম বলেছেন, পুলিশ অপরাধীদের ধরে না প্রতিবাদীদের মামলা দেয়। প্রতিবাদীদের বারবার ডেকে হেনস্তা করা হয়েছে। এর আগে লালবাজারেও গিয়েছিলেন সে সময় ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। কিন্তু হামলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের আসল অপরাধীদের ধরেনি রাজ্যের পুলিশ বা কেন্দ্রের সিবিআই। চুপিচুপি মীনাক্ষীদের নামে চার্জশিট দেওয়া হয়েছে।
সেলিম বলেন, মীনাক্ষীদের ‘পলাতক’ দেখিয়ে অভিযোগ দায়ের কার হয়েছে। এরা কেউ পলাতক নয়। পুলিশ ডাকলে দেখা করেছে। সেই মামলায় এদিন জামিন হয়েছে শিয়ালদহ আদালতে।
Minakshi Bail
আরজি কর মামলায় জামিন মীনাক্ষীদের
                                    ফাইল ছবি।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0