কবিতা
বৃষ্টি হোক
পল্লবকান্তি রাজগুরু
সবাই চাইছে বৃষ্টি হোক
বৃষ্টি কোথায় আসছে তেড়ে
ক্রুদ্ধ রোদ, ওঃ কী দুর্ভোগ
আসবে কখন বৃষ্টিযোগ!
বৃষ্টি হবে সৃষ্টি হবে
ভেসে যাবে এ দুর্যোগ।
সবাই চাইছে বৃষ্টি হোক
বৃষ্টি নেই, শুধুই রোদ
রোদে রোদে ফুটছে খই
ঘেমে নেয়ে কী দুর্ভোগ।
বৃষ্টি চাই বৃষ্টি হোক
বৃষ্টি হোক অঝোরধারা
শীতল হোক, সবুজ হোক-
উঠুক বেঁচে, সজল শ্যামল বসুন্ধরা।
Comments :0