POETRY: Natunpata — BRISHTI HOK

কবিতা — বৃষ্টি হোক / পল্লবকান্তি রাজগুরু

ছোটদের বিভাগ

POETRY Natunpata  BRISHTI  HOK

কবিতা

বৃষ্টি হোক
পল্লবকান্তি রাজগুরু


সবাই চাইছে বৃষ্টি হোক 
বৃষ্টি কোথায় আসছে তেড়ে 
ক্রুদ্ধ রোদ, ওঃ কী দুর্ভোগ 
আসবে কখন বৃষ্টিযোগ!

বৃষ্টি হবে সৃষ্টি হবে 
ভেসে যাবে এ দুর্যোগ। 
সবাই চাইছে বৃষ্টি হোক 
বৃষ্টি নেই, শুধুই রোদ 
রোদে রোদে ফুটছে খই 
ঘেমে নেয়ে কী দুর্ভোগ।

বৃষ্টি চাই বৃষ্টি হোক 
বৃষ্টি হোক অঝোরধারা 
শীতল হোক, সবুজ হোক- 
উঠুক বেঁচে, সজল শ্যামল বসুন্ধরা।

Comments :0

Login to leave a comment