KUMARTULI

প্রতিমায় থার্মোকলে বাধা পুলিশের, কাজ বন্ধের হুঁশিয়ারি মৃৎশিল্পীদের

কলকাতা

প্রতিমা সাজের কাজে ব্যবহার করা যাবে না চুমকি, থার্মোকল ও প্লাস্টিক। নির্দেশিকা পুলিশের। যার জেরে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে মৃৎশিল্পী সমিতির। ঘটনায় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও স্থানীয় বিধায়ককে চিঠিও দিয়েছেন তাঁরা। 
কুমোরটুলি চত্বরে এখন ব্যস্ততা চরমে। পুজোর বাকি আর মাত্র করা দিন। এরই মধ্যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে পটুয়াপাড়ায়। পুলিশের দাবি প্রতিমা তৈরি থেকে প্রতিমা সাজানোর কাজে ব্যবহার করা যাবে না কোনও রকমের  চুমকি, থার্মোকল এবং প্লাস্টিক। আগস্ট মাসের প্রথম সপ্তাহে হঠাৎই কুমোরটুলিতে হানা দেয় পুলিশ। বেশ কয়েকদিন চলে এই পর্ব। মৃৎশিল্পীদের অভিযোগ পুলিশ তাঁদের এই সমস্ত সামগ্রী ব্যবহার করতে বারণ করেছে। এই নিয়ে চরম ক্ষোভে শিল্পীরা। 
কুমোরটুলি মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতি তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। তাঁরা চিঠিতে জানিয়েছেন যে মৃৎশিল্পী ও সাজ শিল্পীরা খুবই সমস্যার সম্মুখীন হয়েছেন। শ্যামপুকুর থানার আধিকারিকরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আতঙ্ক তৈরি করছে। তারা জানাচ্ছে থার্মোকল জাতীয় সাজসজ্জার উপকরণ বিক্রি করা যাবে না। চুমকি দেওয়া সাজ ও কাপড় বিক্রি করা যাবে না। দুর্যোগের সময় প্রতিমা চাপা দেওয়া প্লাস্টিক বিক্রি করা যাবে না। এই বিষয়ে আমাদের আগে থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ফলে সমস্যা তৈরি হচ্ছে।
২০২২ সালে গ্রিন ট্রাইবুনালের নির্দেশ ছিল যে কোনও রকম থার্মোকল ব্যবহার করা যাবে না। কারণ এই থার্মোকল যেহেতু পেট্রোলিয়াম যত দ্রব্য। কিন্তু মৃৎশিল্পীদের অভিযোগ এই বিষয়ে আগে থেকে কিছুই জানায়নি প্রশাসন। কুমোরটুলির শিল্পী সুজিত পাল জানিয়েছেন, "হঠাৎ করেই পুলিশ এসে বলেছে এই সরঞ্জাম ব্যবহার করা যাবে না। আগে থেকে প্রশাসন কিছুই জানায়নি। বিকল্প কিছু ব্যবস্থাও বলে দেয়নি। সামনে পুজো কোনও ভাবেই এই সরঞ্জাম ব্যবহার বন্ধ করা যাবে না চলতি বছরে।

Comments :0

Login to leave a comment