SIR

এসআইআর: হেনস্থা ও হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ সন্দেশখালি, কামারহাটিতেও

জেলা

এসআইআরের নামে প্রকৃত ভোটারদের হেনস্থা ও হয়রানি করা চলবে না। সোমবার এই দাবিতে বিডিও অফিস চলো ডাক দেয় সিপিআই(এম) সন্দেশখালি ১নং এরিয়া কমিটি। ১৩দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় সন্দেশখালি ১নং বিডিওর কাছে। স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলি হলো বৈধ ভোটারদের অযথা হয়রানি করা চলবে না। অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে। সব গরিব মানুষকে আবাস যোজনায় ঘর দিতে হবে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রাপকদের মধ্যে সঠিক বন্টন করতে হবে। এদিন মিছিল এবং বিক্ষোভ সভা হয় বিডিও অফিসের সামনে। বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার, রঞ্জিত নাথ, প্রদ্যুৎ রায় সহ নেতৃবৃন্দ। সভায় নিরাপদ সর্দার বলেন, "নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি এবং তৃণমূলের বাইনারি প্রকট হচ্ছে।এস আই আরকে হাতিয়ার করে একদিকে বিজেপি বিভাজনের রাজনীতি করছে।আর অন্যদিকে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। রাজ্যজুড়ে বাংলা বাঁচাও যাত্রা সাধারণ খেটে খাওয়াদের মধ্যে দারুনভাবে ছাপ ফেলেছে। সন্দেশখালিতেও সেই ছাপ লক্ষ্য করা যাচ্ছে। দ্বীপাঞ্চলের মানুষ পথে ঘাটে হাটে বাজারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।তারা আগের মতো লালঝান্ডার নিচে সমবেত হচ্ছে। খেতমজুরের মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম, শিক্ষিক বেকারদের হাতে কাজ পেটে ভাত নিয়ে একটি কথাও খরচ করে না। সামনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। বুথে বুথে যেতে হবে। মানুষের দাওয়ায় বসতে হবে।"

এসআইআরের নামে বৈধ ভোটারদের হেনস্থা ও হয়রানির বিরুদ্ধে মিছিল সন্দেশখালিতে।


বিজেপি এবং তৃণমূল উভয়ের চক্রান্তের ফলে এসআইআর' এর নামে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে। ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। কোনও প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এই দাবিতে সোমবার সকালে কামারহাটি 'ইআরও' দপ্তরের সামনে বিক্ষোভ করে সিপিআই(এম) কামারহাটি বিধানসভা কমিটি। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলী সদস্য ঝন্টু মজুমদার সহ নেতৃবৃন্দ। বিক্ষোভ সভাতে মানস মুখার্জি বলেন, "আইপ্যাক অ্যাপ কাদের আঙ্গুলি হেলনে চলে ? তদন্তের সময়ে ফাইল কেড়ে নিয়ে চলে আসার পরেও সামনে থাকা তদন্তকারী সংস্থা চুপচাপ দাঁড়িয়ে থাকে কাদের আঙ্গুলি হেলনে? এসব প্রশ্নের উত্তর হচ্ছে  বিজেপি-তৃণমূল সেটিং। সায়নদীপ মিত্র বিক্ষোভ সভায় বলেন, "পূর্ব নির্ধারিত তারিখে সিপিআই(এম) প্রতিনিধি দল স্মারকলিপি দিতে এলে 'ইআরও' উপস্থিত থাকছেন না। অথচ শুনানির সময়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী নেতাদের অবাধ যাতায়াত দেখা যাচ্ছে। তারা কী করে প্রশ্রয় পাচ্ছে সেটা, 'ইআরও'র আজকের মনোভাব থেকে পরিষ্কার হচ্ছে।

Comments :0

Login to leave a comment