SCO Pahalgam

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার নিন্দা সাংহাই কোঅপারেশনে

জাতীয় আন্তর্জাতিক

তিয়ানজিনে শীর্ষ সম্মেলনে ঘোষণাপত্র প্রকাশের পর নরেন্দ্র মোদী, শি জিনপিঙ, ভ্লাদিমির পুতিন সহ দেশগুলির প্রধানরা।

পহেলগাম হামলার কড়া নিন্দা করল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। চীনের তিয়ানজিনে শীর্ষ বৈঠকের পর ঘোষণাপত্রে বলা হয়েছে যে যারা এই সন্ত্রাসবাদী হামলার মদতদাতা, যারা এই কাণ্ড সংগঠিত করেছে তাদের উচিত শাস্তি দেওয়া জরুরি। 
তিয়ানজিনে শীর্ষ সম্মেলনের ফাঁকে রবিবারই কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিঙ। পারস্পরিক সহযোগিতা দীর্ঘমেয়াদী করার বার্তা দিয়েছে দু’দেশ। সীমান্ত ঘিরে বিবাদ নিরসনে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনায় সম্মত হয়েছে দু’পক্ষই। 
এদিন ঘোষণাপত্রে বলা হয়েছে যে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যৌথ তৎপরতা দেখাবে সদস্য দেশগুলি। ঘোষণাপত্রে উল্লেখযোগ্য যে ‘সার্বভৌম রাষ্ট্র এবং তাদের সংশ্লিষ্ট অংশগুলিকে সন্ত্রাসবাদ এবংউগ্রপন্থী শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে।’
উল্লেখ্য, পহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি আক্রমণের লক্ষ্য জানিয়ে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। দু’দেশের সংঘর্ষ বিরতির ঘোষণা করে দেন আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্প। কেবল একবার নয়, বারবারই এই ঘোষণা করে চলেছেন মোদী। ভারত অস্বীকার চেষ্টা করলেও এমন ঘোষণার জন্য ট্রাম্পের সরাসরি নিন্দা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
পাকিস্তানে তাদের দেশের সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির আক্রমণের নিন্দা করা হয়েছে ঘোষণাপত্র। সেদেশে ১১ মার্চ জাফর এক্সপ্রেসে যাত্রীদের ওপর হামলা এবং ২১ মে খুজদারে হামলার নিন্দা করা হয়েছে ঘোষণাপত্রে। 
ভারত জানিয়েছে যে সোমবার শীর্ষ সম্মেলনে নাম না করে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বজায় রাখার প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদী শক্তিগুলিকে কোনও কোনও দেশের প্রকাশ, সমর্থন আর কতদিন সহ্য করা হবে? তিনি বলেন, সন্ত্রাসবাদ কোনও একটি দেশের বিপদ নয়, গোটা মানবতার পক্ষে বিপজ্জনক। 
মোদী বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নে কোনও দ্বিচারিতা থাকতে পারে না। পহেলগামে হামলা মানবতায় আস্থাশীল প্রত্যেক দেশের প্রতিটি নাগরিকের ওপর আক্রমণ। সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।  
বহুপাক্ষিক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে ভারতের পাশাপাশি রয়েছে বেলারুশ, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান।

Comments :0

Login to leave a comment