গল্প
অমৃত
------------------------
সৌরীশ মিশ্র
------------------------
নতুনপাতা
"দাদু, ও দাদু..."
চোখ খুললেন বাসুদেববাবু। আর তাকাতেই দেখতে পেলেন তাঁর অষ্টাদশী নাতনি শ্রী দাঁড়িয়ে তাঁর সামনে।
আজ দুপুরে বাসুদেববাবুর বাড়িতে উনি ছাড়া কেউ ছিল না। ছেলে অফিসে। স্ত্রী আর বৌমা, দু'জনে গেছে এক আত্মীয়ের বাড়ি। আর নাতনি ছিল স্কুলে। তাই দুপুরে, ফ্ল্যাটের এই ব্যালকনিতে, চেয়ারে বসে বই পড়ছিলেন একটা। কিন্তু, পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছে টের পাননি তিনি।
এখন নাতনির ডাকে ঘুম ভেঙ্গে দেখছেন বিকেল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
"কখন এসেছো তুমি দিদিভাই?" হাতে ধরে থাকা বইটা সামনের ছোট্ট টেবিলটায় রাখতে রাখতে শুধোন বাসুদেববাবু।
"আধঘন্টা হবে।" বলে শ্রী।
"ডুপ্লিকেট চাবি ছিল তোমার কাছে?"
"না হলে ঢুকলাম কি করে! মাঝে মাঝে কি যে বোকা-বোকা কথা জিজ্ঞেস কর না দাদু তুমি!"
বাসুদেববাবু মনে মনে ভাবেন সত্যিই প্রশ্নটা বোকা-বোকাই হয়ে গেছে। তিনি বুঝলেন, এখনও ঘুমের ঘোরটা পুরোপুরি কাটে নি তাঁর। তবে, নাতনি মাঝেমধ্যেই এই ভাবে শাসন করে তাঁকে। ব্যাপারটা বেশ এনজয়ই করেন বাসুদেববাবু।
"দাদু, টেবিলটা একটু সড়াও তো।" বলে শ্রী।
"কেন?"
"বলছি যখন সড়াও না," ফের শাসনের ভঙ্গিতে বলে শ্রী। "তুমি সড়িয়ে রাখো ওটা, আমি এক্ষুনি আসছি।" বলেই তীরবেগে বারান্দা থেকে ঘরের ভিতর কোথায় যেন চলে যায় শ্রী।
টেবিলটা ছোট্ট। বেতের। তাই হালকা। বাসুদেববাবু চেয়ারে বসে বসেই ঠেলে সড়িয়ে দিলেন ওটাকে বারান্দার একপাশে।
ঠিক সেই মুহূর্তেই ট্রলি ঠেলতে ঠেলতে ফের ব্যালকনিতে আসে শ্রী।
বাসুদেববাবু দেখেন ঐ ট্রলির উপর রাখা একটা টি-পট, দুটো কাপ, দুটো ডিশ, দুটো ছোটো ছোটো পাত্র, যার একটায় চিনি, আর অন্যটায় দুধ। তাছাড়াও আছে একটা প্লেট, যাতে বেশ কয়েকটা বিস্কুট।
"তুমি চা করেছো দিদিভাই?"
"আবার বোকা-বোকা প্রশ্ন করছো দাদু? টি-পটে করে চা ছাড়া কি আনবো!"
"আবার তুমি চা করতে গেলে কেন?" ফের বলেন বাসুদেববাবু।
"বিকেলে তোমার চা খাওয়া অভ্যাস। চা না খেলে এই সময়, তোমার যে মাথা ধরে, তা কি আমি জানি না, না কি?"
বাসুদেববাবুর কি যে ভাল লাগে নাতনির কথাগুলো শুনে, তা বলার কথা নয়।
এইদিকে এরই মধ্যেই বাসুদেববাবুর চেয়ারের ঠিক সামনেটায় যেখানে একটু আগে বেতের টেবিলটা রাখা ছিল সেখানে ট্রলিটাকে প্লেস করে ফেলেছে শ্রী। একটা খালি চেয়ার টেনে নিয়ে এবার সেটায় বসে শ্রী বাসুদেববাবুর ঠিক মুখোমুখি। তারপর সযত্নে ধীরে ধীরে দুটো কাপে চা ঢালে। চিনি দেয়, দুধ দেয় কাপ দুটোয়। চামচ দিয়ে দুধ-চিনিটা চা-এর সাথে মিশিয়ে কাপ দুটো ডিশে রাখে। তারপর তারই একটা এগিয়ে দেয় সে তার দাদুর দিকে। বলে, "দ্যাখো তো দাদু, কেমন হয়েছে চা-টা?"
কাপ-ডিশটা হাতে নেন বাসুদেববাবু। আলতো করে চুমুক দেন চায়ে। তারপর নাতনির মুখের দিকে তাকান। দেখেন, শ্রী তাঁর মুখের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি কি বলেন তা শোনার জন্য। বাসুদেববাবু আর সাসপেন্সে রাখেন না নাতনিকে। ঠোঁটের কোনে একটু হেসে বলেন, "অমৃত।"
--------------------------------
Comments :0