North Bengal Flood

ময়নাগুড়িতে বিপন্ন মানুষের কাছে শ্রীদীপ ভট্টাচার্য

রাজ্য জেলা

আমগুড়ির বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন শ্রীদীপ ভট্টাচার্য। ছবি: কৌশিক দাম।

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বুধবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং স্থানীয়দের চরম দুর্দশা সরেজমিনে পর্যালোচনা করেন।
​শনিবার রাতের প্রবল বর্ষণে জলঢাকা নদীর জল বিপদসীমা ছাড়িয়ে আমগুড়ি পঞ্চায়েতের একাধিক গ্রামকে প্লাবিত করে দেয়। বহু পরিবার এখনও ঘরছাড়া, কেউ কেউ গাছের নিচে বা ত্রিপলের তলে আশ্রয় নিয়েছেন। শ্রীদীপ ভট্টাচার্য যখন রিলিফ ক্যাম্পে পৌঁছান, তখন এক মহিলা কান্নায় ভেঙে পড়ে জানান বন্যার জলে ভেসে গেছে তাঁদের ঘরবাড়ি, কিছুই অবশিষ্ট নেই। মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন শ্রীদীপ ভট্টাচার্য, এবং তাঁকেও অন্যান্য ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন যে সিপিআই(এম) সবসময় তাঁদের পাশে আছে।
​বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীদীপ ভট্টাচার্য বলেন, “আমরা শুধুমাত্র ছবি তুলতে আসিনি। মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখতে এবং কী ভাবে তাঁদের পাশে দাঁড়ানো যায়, সেই পথ খুঁজতেই এসেছি। সরকারের দায়িত্ব এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের দিকটি নিশ্চিত করা।” 
তিনি আরও জানান, "সিপিআই(এম)'র উদ্যোগে উত্তরবঙ্গ জুড়ে বন্যা-ত্রাণ সংগ্রহ অভিযান চলছে এবং যত দ্রুত সম্ভব সেই সহায়তা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত আমগুড়ির মানুষের কাছে এদিনের এই সফর নতুন করে ভরসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।


 

Comments :0

Login to leave a comment