MEDINIPUR COLLEGE TMCP

কুপ্রস্তাবে ছাত্রীকে, এসএফআই’র বিক্ষোভে বহিষ্কৃত তৃণমূলের ছাত্রনেতা

জেলা

টিএমসিপি নেতাকে বহিষ্কারের দাবিতে এসএফআই’র বিক্ষোভ মেদিনীপুর (স্বশাসিত) কলেজে।

এসএফআই’র প্রতিবাদের জেরে অভিযুক্ত তৃণমূল নেতাকে বহিষ্কার করতে বাধ্য হলো মেদিনীপুর (স্বশাসিত) কলেজ কর্তৃপক্ষ। কলেজের এক ছাত্রীকে
মাঝরাতে কুপ্রস্তাব দেওয়ার মতো অভিযোগ জমা পড়েছিল তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা সত্যরঞ্জন ঘোষের বিরুদ্ধে।
গত ১৬ আগস্ট সত্যরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কলেজ কর্তৃপক্ষের কাছে। এক ছাত্রীকে মাঝরাতে ফোনে কুপ্রস্তাব, নোংরা মেসেজ, কলেজ ক্যাম্পাসে কুপ্রস্তাব সহ নানাভাবে মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এসএফআই’র তুমুল আন্দোলনে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়।
কলেজে এখন পরীক্ষা চলছে। সেই সুযোগে বৃহস্পতিবার অভিযুক্ত এই তৃণমূল নেতাকে ফের নিয়োগ করা হয়। এসএফআই ফের বসে বিক্ষোভ অবস্থানে। যার জেরে কলেজের ইলেকট্রনিক্স বিভাগের ল্যাবে চুক্তিতে নিযুক্ত এই কর্মীকে শেষ পর্যন্ত বহিষ্কার করতে বাধ্য হয়েছে কলেজ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন