সোস্যাল মিডিয়ায় ঔরঙ্গজেব ও টিপু সুলতানের উদ্দেশ্যে পোষ্ট নিয়ে ধুন্দুমার কান্ড মহারাষ্ট্রের কোলাপুরে। কয়েকটি হিন্দু সংগঠন প্রতিবাদের নামে কোলাপুরের ছত্রপতি শিবাজী মহারাজ চকে দোকান ভাঙচুর করে, কয়েকটি গাড়ি বাইকেও আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যেই হিংসার আগুন ছড়িয়ে পরে। হিন্দু সংগঠনগুলোর দাবি ওই পোষ্টে ঔরঙ্গজেব ও টিপু সুলতানকে মহান করে বর্ণনা করা হয়েছে।দোকান ভাঙচুরের সময় নীরব দর্শকের ভুমিকা পালন করে পুলিশ। এই ঘটনার পরে মহারাষ্ট্র জুড়েই পরিস্থিতি থমথমে। সাধারণ মানুষ ফের মহারাষ্ট্রে হিন্দু-মুসলিমদের মধ্যে অশান্তির আশঙ্কা করছে।
মহারাষ্ট্র পুলিশের পাল্টা দাবি ঔরঙ্গজেব ও টিপু সুলতানের উদ্দেশ্যে করা পোষ্ট নিয়ে হিন্দু সংগঠনগুলো বুধবার ছত্রপতি শিবাজী চক বনধের ডাক দিয়েছিল। কোলাপুর পুলিশের সুপার মহেন্দ্র পন্ডিত জানান এদিন সকালে হিন্দু সংগঠনের সদস্যরা শিবাজী চকে এসে বিক্ষোভ দেখানোর সময় বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা হিন্দু সংগঠনের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও দোকান ভাঙচুর চালায়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রী ও সরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবীশ পাল্টা হুমকির সুরে বলেছেন যারা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রশংসা করবেন তাদের মহারাষ্ট্রে কোনও জায়গা নেই। এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে সরকার এমনকি পুলিশ ইতিমধ্যে দোষীদের চিহ্নিত করা শুরু করেছে বলে জানয়েছে ফোড়বীশ।
Comments :0