ছত্তিশগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত পাঁচজন। শারদীয়ার ছুটিতে সহ কর্মীদের সঙ্গে বেড়িয়ে ফেরার পথে মধ্যপ্রদেশের বিলাসপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাঁচজন শিক্ষিকা ও তাঁদের পরিবারবর্গ ও চালক সহ মোট ১০ জন ছিলেন। তাঁরা প্রত্যেকেই ডানকুনি শ্রীরামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।
রবিবার ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট থেকে বোলেরো গাড়ি করে তাঁরা বিলাসপুরে ফিরছিলেন। সেখানেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বোলেরো গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ শিক্ষিকাসহ মোট ৫ জনের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। শিক্ষিকা অন্বেষা সোম, পরমা মিত্র ও পপি বর্মণ সহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পরমা মিত্রর ছোট কন্যা রিয়া ভট্টাচার্য (৮)। তাঁর বড় কন্যা অদ্রিজা ভট্টাচার্য (১৭) চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিক্ষিকা মুনমুন বাগও। জানা গিয়েছে, সম্প্রতি বদলি নিয়ে পরমা মিত্র কলকাতার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুলে যোগ দেন। খবর পেয়ে সোমবার মধ্যপ্রদেশে রওনা দিয়েছেন তাঁদের পরিবারের লোকজন।
Road Accident
ছত্তিশগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩ শিক্ষিকা সহ ৫

×
Comments :0