SIR SALIM

ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, বাদ দিতে হবে ভুয়ে নাম: চাঁচলে সেলিম

রাজ্য জেলা

কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এসআইআর প্রক্রিয়ায় ভাগাভাগির রাজনীতি করা যাবে না। বাদ দিতে হবে মৃতদের নাম। ভোটদাতাদের সহায়তা করবেন সিপিআই(এম) কর্মীরা।
শনিবার মালদহের চাঁচলে সংবাদমাধ্যমের প্রশ্নে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন চাঁচলে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার মালদহ জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ভাষণ দেন তিনি। 
সেলিম বলেন, ‘‘শেষ দেড় মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি, আইনি পরামর্শ নিয়েছি। কর্মী বাহিনীকে জড়ো করেছি। প্রত্যেকটি বুথে সকলের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা যায় তার জন্য সক্রিয় রয়েছে পার্টি।’’ 
সেলিম বলেন, ‘‘৪ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর’র কাজ করবেন। ৩০ তারিখ থেকে প্রতি বুথে আমাদের কর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সহায়তা ক্যাম্প করা হচ্ছে একাধিক জায়গায়।’’ 


সেলিম আরও বলেন, ‘‘আমরা চাই ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ যাক। এর আগে একাধিক বার সিপিআই(এম) বলেছে। নথি জমা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সেই নাম বাদ দেয়নি। বিজেপি ও তৃণমূল এই মৃত ভোটারের ভোট দিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। হরিয়ানা, মহারাষ্ট্র দিল্লিতে আমরা দেখেছি ভোট কারচুপি হতে। আমরা এ রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় দেখেছি কিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল ভোট লুট করছে। দুই শাসকদলই চেষ্টা করছে ভোটার লিস্টকে তাদের নিজেদের পক্ষে ব্যবহার করতে। আমরা সাধারণ ভোটারের অধিকার রক্ষার জন্য লড়াই করছি।’’ সেলিম বলেন, ‘‘একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না তার নিশ্চয়তা নির্বাচন কমিশনকেই দিতে হবে। এসআইআর-কে কেন্দ্র করে হিন্দু মুসলমান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনরকম ভাগাভাগি করা যাবে না। এই ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে। এসআইআর-ও সংবিধান এবং আইন মেনেই করতে হবে।’’

Comments :0

Login to leave a comment