protest rally in Mallarpur

বেড়েছে সমাজ বিরোধীদের দৌরাত্ম, বিরোধীদের দেওয়া হচ্ছে মিথ্যা মামলা, বিক্ষোভ মল্লারপুর থানায়

জেলা

রবিবার মল্লারপুর থানার সামনে সামাজিক ন্যায় মঞ্চের বিক্ষোভ।

এলাকায় খুন ধর্ষণ সন্ত্রাস, সমাজ বিরোধীদের দৌরাত্ম বন্ধ করা ও মিথ্য মামলা প্রত্যাহার করা এবং আদিবাসী, দলিত ও তপঃশীলি জাতি ও অনগ্রসর শ্রেনীর মানুষের অর্জিত অধিকার রক্ষার দাবিতে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ময়ূরেশ্বর-১ ব্লক কমিটির উদ্যোগে রবিবার মিছিল বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়া হয় মল্লারপুর থানায়।
এদিন এলাকার তপঃশীলি, আদিবাসী ও সংখ্যালঘু মানুষরা সারা মল্লারপুর বাজার মিছিল পরিক্রমা করে জমায়েত হন মল্লারপুর থানার নিকট উড়ালপুলের নীচে। সেখানে দাবিতে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতা ধীরেন বাগদি, জেলা সম্পাদক পল্টু বাগদি, অরূপ বাগ সহ নেতৃবৃন্দ। তাঁরা অভিযোগ করে বলেন, "মল্লারপুর এলাকায় চরম ভাবে সমাজ বিরোধী কার্যকলাপ বেড়েছে। শনিবার রাতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে বোমা মেরে খুন করা হয়েছে এক তৃণমূল নেতাকে। এই থানার রাতমা গ্রামে একজন তপঃশীলি গরিব মানুষ খুনের প্রতিবাদ করায় গণআন্দোলনের নেতা শিবদাস লেটকে ব্যাপক মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই বিষয়ে মল্লারপুর থানায় অভিযোগ জানালেও আজ পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ।
এছাড়াও নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, "একজন বিচারাধীন আসামী কিরন মন্ডল নামে এক যুবক ২৮ দিন পর জেল থেকে ছাড়া পাওয়ার পর গতকাল একটি সুইসাইড নোটে থানার ওসিকে দায়ী করে আত্মহত্যা করেছে। আমরা সংগঠনগত ভাবে পুর্নাঙ্গ তদন্ত দাবি জানাচ্ছি। এবং থানায় বিরোধীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই ভাবে চলতে পারেনা। অবিলম্বে পুলিশকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে।"
সভার পর গণআন্দোলনের নেতা তমালচন্দ্র দে নেতৃত্বে প্রতিনিধি দল দাবি সনদ সহ ডেপুটেশন দেন মল্লাপুর থানার ওসি রাজকুমার দাসকে।

Comments :0

Login to leave a comment