AUSTRALIA VS ARGENTINA

মেসির গোল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল আর্জেন্টিনা

খেলা

FIFA WORLD CUP QATAR FOOTBALL 2022 WORLD CUP গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পেলেন মেসি

শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারাল আর্জেন্টিনা। এদিন সারা ম্যাচ জুড়েই দুরন্ত ফুটবল উপহার দেন লিওনেল মেসি। 

মেসির গোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের ৩৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। রবিবার মাঝরাতে কাতারের আহমেদ বিন আলি  স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ‘সকারু’দের মুখোমুখি হন মেসিরা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-০। 

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ। এছাড়াও আরও বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। ৭৭ মিনিটে ওন গোল করে বসেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ। এরফলে ব্যাবধান কমলেও সমতা ফেরাতে পারেননি সকারুরা। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন