Kokrajhar Blast

আসামের কোকরাঝোড়ে বিস্ফোরণ, বন্ধু আলিপুরদুয়ার ডিভিশনে রেল চলাচল

জাতীয়

বিস্ফোরণে ভেঙে যাওয়া রেললাইন।

আসামের কোকরাঝোড়ে ট্রেন লাইনের উপর বড় বিস্ফোরণ হয়েছে। দার্জিরে আলিপুরদুয়ার ডিভিশনে রেল চলাচল ব্যাহত হয়েছে। 
ফালাকাটা এবং কোকরাঝোড় স্টেশনের মাঝখানে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে।
যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেটি পড়ে বোরো ল্যান্ড প্রশাসনিক এলাকায়। বুধবার রাত একটা নাগাদ একটি মালগাড়ি যাওয়ার সময় রেল লাইনের উপর বিস্ফোরণ হয়। রেল গাড়ির চালক রেল পুলিশকে জানান যে তাঁর গাড়ি কেঁপে উঠেছে। এরপরে তদন্তে নামে রেল পুলিশ। বিস্ফোরণ দেখা যায়। রেল লাইনের বেশ খানিকটা অংশ ধ্বংস হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার বেলা পর্যন্ত কোন সংগঠন এই বিস্ফোরণের দায়িত্ব নেয়নি। বিস্ফোরণ ঘটানো হয়েছে নিত্য ব্যবহার্য সরঞ্জামকে বিস্ফোরক হিসেবে ব্যবহার করে। এই অঞ্চলে অতীতে উগ্রপন্থী নাশকতার বহু ঘটনা থাকায় শঙ্কা ছড়িয়েছে

Comments :0

Login to leave a comment