Tamilnadu

ভাষণ না দিয়ে কক্ষ ত্যাগ রাজ্যপালের, সমালোচনায় স্টালিন

জাতীয়

তামিলনাড়ুর রাজ্যপাল এবং রাজ্যের সংঘাত নতুন মার্তা পেলো মঙ্গলবার। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণ পড়তে অস্বীকার করে কক্ষত্যাগ করেন রাজ্যপাল আরএন রবি। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের ওই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল আরএন রবি ভাষণ না দিয়েই বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে তাকে দ্রুত ভবন ত্যাগ করে গাড়িতে উঠে চলে যেতে দেখা যায়। এরপরই রাজভবনের পক্ষ থেকে বিবৃতি  দেওয়া হয়। 
রাজভবনের বিবৃতিতে দাবি করা হয়েছে যে, রাজ্য সরকারের তৈরি করা ভাষণে একাধিক ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর তথ্য ছিল। রাজ্যপালের দাবি, অধিবেশন তামিল সংগীত দিয়ে শুরু হলেও জাতীয় সংগীতকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, যা সাংবিধানিক কর্তব্যের পরিপন্থী।
ডিএমকে সরকার ১২ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসার যে দাবি করেছে, তাকে অসত্য বলে চিহ্নিত করেছেন রাজ্যপাল। তিনি জানান, এফডিআই প্রাপ্তির দৌড়ে তামিলনাড়ু চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে। রাজ্যে পকসো মামলা ৫৫ শতাংশ এবং শ্লীলতাহানি ৩৩ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভাষণে নারী নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে রাজভবন অভিযোগ করেছে।
শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ শতাংশেরও বেশি শূন্যপদ এবং অব্যবস্থাপনার বিষয়টি ভাষণে স্থান পায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপালের এই আচরণকে বিধানসভার অবমাননা বলে চিহ্নিত করেছেন। তিনি রাজ্যপালের কক্ষত্যাগের পরপরই একটি প্রস্তাব পেশ করেন, যেখানে বলা হয় যে ভাষণের ইংরেজি সংস্করণটি পঠিত বলে ধরে নেওয়া হবে।
স্ট্যালিন বলেন, ‘রাজ্যপাল প্রথা ও ঐতিহ্য লঙ্ঘন করে বেরিয়ে গিয়েছেন। সরকারের তৈরি করে দেওয়া ভাষণে নিজের ব্যক্তিগত মতামত যোগ করার কোন সুযোগ রাজ্যপালের নেই। তিনি সরকারের কাজে সহায়তা করার বদলে উল্টো পথে হাঁটছেন।’

Comments :0

Login to leave a comment