Raniganj Protest

আমেরিকার শুল্ক শাসানির প্রতিবাদে রানিগঞ্জে শ্রমিক-কৃষক বিক্ষোভ

জেলা

ভারতের ওপর আমেরিকার ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপানোর জোরালো প্রতিবাদ করলো সিআইটিইউ ও  সারা ভারত কৃষক সভা। আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি তুলে বুধবার  রানিগঞ্জ শহরের ৬০ নম্বর জাতীয় সড়কে নেতাজি মূর্তির সামনে শ্রমিক-কৃষক কর্মীরা বিক্ষোভ দেখান।  
ঝাণ্ডা, প্লাকার্ড নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সুপ্রিয় রায়, উমাপদ গোপ, কৃষক নেতা বরুন ঘোষ, মলয় মণ্ডল প্রমুখ। কেন্দ্রে বিজেপি সরকারের মার্কিন তোষণ নীতির তীব্র প্রতিবাদ করেন তাঁরা।
নেতৃবৃন্দ বলেন,  আমদানি শুল্ক বাড়লে দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের রুটি রুজি আক্রান্ত হবে। কারণ আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে। ফলে ভারতীয় পণ্যের চাহিদা কমবে। আরেকদিকে আমেরিকা ভারতকে চাপ দিয়ে চলেছে দেশের কৃষি ও ডেয়ারির বাজার তাদের বহুজাতিক সংস্থাগুলির জন্য খুলে দেওয়ার। মোদী সরকার মুখে বিরোধিতার কথা বলছে আন্দোলনের চাপে। কিন্তু এই সরকারই আমেরিকার কাছে বিকিয়ে দিচ্ছে দেশের স্বার্থ। 
বক্তারা বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের পরিবেশ তৈরি করে মার্কিন সাম্রাজ্যবাদ নিজেদের বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। মোদী সরকার দেশের কৃষি, শিল্প সহ সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। মোদী সরকারকে হুঁশিয়ারী দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment