শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেল বিমানের নাকের অংশ। দুর্যোগের মধ্যেও ইন্ডিগোর সেই বিমান নামতে পেরেছে শ্রীনগর বিমানবন্দরে। তবে নামার সময় টালমাটালে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে।
মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনার ভিডিও বেরিয়ে পড়েছে। যাত্রীদের কেউ কেউ বিমানের ভেতরের ছবিও তুলে রেখেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিমানটি নামার সময় শিলাবৃষ্টির মুখে পড়ে। বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি পরিস্থিতিতে তৈরি থাকার বার্তাও দেন। বিমানটি নামলে দেখা যায় সামনে নাকের অংশ ফুটো হয়ে গিয়েছে। তবে সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। দিল্লি থেকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে যায় এই বিমান
Srinagar flight hailstorm
শিলাবৃষ্টিতে ফুটো বিমানের নাক, আতঙ্ক যাত্রীদের

×
Comments :0