GUJRAT NARCOTICS

গুজরাটে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

জাতীয়

GUJRAT NARCOTICS BENGALI NEWS

গুজরাট উপকূলে একটি পাকিস্তানী নৌকা থেকে ৮৬ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, মাদকের বাজারদর ৬০০ কোটি টাকা। ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রেস বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সমুদ্রে অভিযান চালানো হয়। অভিযানে গুজরাট পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি অংশ নেয়। অভিযানে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজও অংশ নেয়। 

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালানোর বহু চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তানী নৌকাটি। চিরুনি তল্লাশি চালানোর পরে নিশ্চিত হওয়া যায় যে নৌকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ  মাদক রয়েছে। তারপরেই ১৪ জন পাকিস্তানী নাবিককে হেফাজতে নেওয়া হয়। 

গুজরাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এই প্রথম নয়। এর আগেও বিজেপি শাসিত এই রাজ্যে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। 

 

 

Comments :0

Login to leave a comment