Student murder

মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণ করে খুন ভারতীয় ছাত্রকে

জাতীয় আন্তর্জাতিক

তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর ভারতীয় ছাত্রের মৃতদেহ পাওয়া গেলো মার্কিন যুক্তরাষ্ট্রে।
২০২৩ সালে হায়দ্রাবাদের বাসিন্দা মহম্মদ আব্দুল আরফাথ ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকোত্তর স্তরে। মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ক্লিভল্যান্ড থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। কি ভাবে তার মৃত্যু হলো তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত ৭ মার্চ থেকে ওই ছাত্রের ফোন বন্ধ ছিল। ১৯ মার্চ একটি অজানা নম্বর থেকে তার বাবাকে জানানো হয় যে ছাত্রটিকে অপহরণ করা হয়েছে। ১২০০ ডলার মুক্তিপনও চাওয়া হয়।
গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন