বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছবি নেই রবীন্দ্রনাথের! নরেন্দ্র মোদী থেকে সিভি আনন্দ বোস, রাষ্ট্রপতি থেকে উপাচার্য সবার ছবি রয়েছে ওয়েবসাইটে। সম্প্রতি এই ঘটনা নিয়ে তোলপাড় হয়। খবর বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর ঘটনার ব্যাখ্যা দিতে হলো এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে। 
সংবাদ সংস্থাকে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছে যে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একটি নতুনভাবে ওয়েবসাইটটি চালু করা হবে। তাই বিশ্বভারতীর ওয়েবসাইটটি নির্মাণাধীন। তবে এই ওয়েবসাইটটিতে রবীন্দ্রনাথের ছবিও রয়েছে। এমনও হতে পারে যে প্রযুক্তিগত সমস্যার জন্য তা দেখা যাচ্ছে না। 
তিনি আরও জানিয়েছেন যে, "নতুন ওয়েবসাইটটি বিজ্ঞপ্তির প্রকাশ করে ১৫ থেকে ২০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। বিশ্বভারতী যেহেতু পুরনো ওয়েবসাইটটি সংস্কার চলছে, তাই এমনটা হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয়ে আছেন।"
Visva Bharati University
আছেন মোদী, নেই রবীন্দ্রনাথ, বিতর্কে ব্যাখ্যা দিলো বিশ্বভারতী
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0