শারদ উৎসবের দিনগুলি বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। দুর্গাপুজোর ষষ্ঠি থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত পুলিশ প্রশাসন।হাট ব্যবসায়ীদের ইতিমধ্যেই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে হাটে বেচাকেনা বন্ধ থাকলেও আদিবাসী নৃত্য ও বাউল গানের আসরের উপর কোনও বাধা নিষেধ থাকছে না। পর্যটকরা সেগুলি উগভোগ করার সূযোগ পাবেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সোনাঝুরির খোয়াই হাট কমিটির সদস্য তন্ময় মিত্র জানিয়েছেন, ‘‘পুলিশের সঙ্গে আমাদের হাট কমিটির কথা হয়েছে। সোনাঝুরিতে একটি দুর্গাপুজো হয়৷ মানুষজনের সুবিধার্থে পুজোর দিনগুলি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ব্যবসায়ীদের জানিয়েও দিয়েছি।’’
বিপুল ভীড়ের সম্ভাবনায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত প্রকাশ করেছেন পুলিশের এক কর্তা।
Sonajhuri Haat
শারদ উৎসবে বন্ধ থাকবে সোনাঝুরি হাট

×
মন্তব্যসমূহ :0