MGNREGA Protest Ban Delhi

‘রেগা’ বাতিল বিরোধী বিক্ষোভে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

জাতীয়

মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (এমজিএনআরইজিএ) বাতিলের দাবিতে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি পুলিশ। ‘রেগা’ বাতিলের বিল পাশ হয়েছে সংসদে।
এমজিএনআরইজিএ সংঘর্ষ মোর্চা বামে বিভিন্ন সংগঠনের তৈরি একটি মঞ্চ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চায়। দিল্লি পুলিশ সেই অনুমতি বাতিল করে জানিয়েছে দিল্লির কোথাও এই আইন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করা যাবে না। 
এই মোর্চার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের জন্য দশ দিন আগে চিঠি দিতে বলেছে। প্রতিবাদ জানালে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। 
ঘটনা হলে এই এনআরইজিএ সংঘর্ষ মোর্চাকে বিভিন্ন সময়ে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ডেকেছে বিশেষজ্ঞের মতামত দেওয়ার জন্য। 
শুক্রবার যন্তর মন্তরে আইন বাতিলের প্রতিবাদে শামিল হয়েছিলেন সিপিআই(এম) সাংসদ বিকাশ ভট্টাচার্য সহ পাঁচ সাংসদ। ছিলেন কংগ্রেস সাংসদ শশীকান্ত সেনথিল, ডিএমকে’র তামিজ চেলভান, সিপিআই(এমএল)’র রাজা রাম সিং। 
মোর্চা বলেছে, সরকার চার ঘন্টার নোটিসে নোটবন্দি চালু করতে পারে। কয়েক ঘন্টা আগে নোটিস জারি করে একশো দিন কাজের আইন বাতিলের আলোচনা শুরু করে দিয়েছে। অথচ একটি বিক্ষোভ দেখানোর জন্য দশ দিন আগে অনুমতি চাইতে হবে?

Comments :0

Login to leave a comment