মহাত্মা গান্ধীর নামে চালু গ্রামে কাজ নিশ্চয়তা আইন বাতিলের প্রতিবাদে সংসদ ভবনে মিছিল করলেন বিরোধী সাংসদরা।
বৃহস্পতিবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশ প্রেরণা স্থল থেকে মকর দবার পর্যন্ত হয় মিছিল। বিরোধীরা বলেছেন আসলে বিশ্বের অন্যতম বৃহৎ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পকে বাতিল করল নরেন্দ্র মোদী সরকার।
সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই একশো দিনের কাজের আইন বাতিল করে ‘ভিবি জি রাম জি’ বিল পেশ করেছে কেন্দ্র। এই বিলে বছরে ১২৫ দিন কাজের নিশ্চয়তার কথা বলা হয়েছে। তবে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশের দায়ভার রাজ্যগুলির ওপরই চাপিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে। জব কার্ড সঙ্গতকরণের নামে বাতিল করার রাস্তা দেখানো হয়েছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। ফলে কাজের আইনি নিশ্চয়তা বাতিল করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিলে।
কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও ছিলেন এই মিছিলে।
খাড়গে বলেছেন, ‘‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে লড়ব। লড়াই হবে রাস্তাতেও।’’ তিনি বলেন, ‘‘দেশজুড়ে আন্দোলন হবে।’’
বিল আইনে পরিণত হলে ছয় মাসের মধ্যে প্রকল্প তৈরি করতে হবে রাজ্যগুলিকে।
protest against repeal of rural work law
গ্রামে কাজের আইন বাতিলের প্রতিবাদে সংসদভবনেই মিছিল
×
Comments :0