QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 11 DECEMBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১১ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  11 DECEMBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তর : ১১ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১.  আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে খেলার পরিসংখ্যান দাও।
২. বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে মোট কতগুলো ডবল সেঞ্চুরি করেছেন?
৩. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বাঙালির গর্ব।
৪. কবি শক্তি চট্টোপাধ্যায় কেন অনন্য। 
৫. অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র?
৬. ১ দিন হতে বৃহস্পতি ও শুক্র গ্ৰহের কত ঘন্টা সময় লাগে?

জিজ্ঞাসা

১.  আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের পরিসংখ্যান:১১৩৫ ম্যাচ, ৯৩২৬৩ মিনিট খেলেছেন,মোট গোল ৮৯৬, গোলে অ্যাসিস্ট করেছেন ৪০৫ টি, হ্যাটট্রিক ৬০ টি , ম্যান অফ দ্য ম্যাচ ৪৩৪ টি, ট্রফি জয়ী ৪৭ টি , ব্যালন ডি'অর ৮ বার।
২. বিরাট কোহলি ভারতের মাটিতে ২০১৬-২০১৯ -এর মধ্যে টেস্ট ক্রিকেটে মোট ৮ টি ডবল সেঞ্চুরি করেছেন যা ভারতের কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ডবল সেঞ্চুরি।
৩. জগদীশচন্দ্র বসু (জন্ম ৩০/১১/১৮৫৮)ছিলেন প্রখ্যাত পদার্থবিদ,উদ্ভিদবিদ,জীববিজ্ঞানী,রেডিয়ো বিজ্ঞানের জনক, কল্পবিজ্ঞান রচয়িতা ও অধ্যাপক। তিনি ডিএসসি, নাইটহুড ইত্যাদি উপাধি লাভ করেন।
৪. কবি শক্তি চট্টোপাধ্যায় (জন্ম ২৫/১১/১৯৩৩) ছিলেন কৃত্তিবাস গোষ্ঠী ও হাংরি জেনারেশন আন্দোলনের বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, অনুবাদক। তাঁর ১০ টি উপন্যাস ৪১ টি কাব্যগ্রন্থ ১৩ টি অনুবাদ গ্ৰন্থ রয়েছে। তিনি তাঁর "যেতে পারি কিন্তু কেন যাবো" কাব্যগ্রন্থের জন্য ১৯৮৩ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান।
৫. পেশায় চিকিৎসক (এমবিবিএস) হয়েওবিশিষ্ট অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় (জন্ম ২৯/১১/১৯৩৬) একজন সুগায়কও ছিলেন।কবি সুকান্ত ভট্টাচার্য-র একটি মোরগের কাহিনী ও অজয় দাস-এর কথা ও সুরে 'আশা নদীর কূলে' তাঁর গানের রেকর্ড রয়েছে।
৬. বৃহস্পতির (Jupiter ) মাত্র ৯.৯ ঘন্টায় ১ দিন।  ১ দিন হতে সবচেয়ে বেশি সময় লাগে শুক্র গ্ৰহের (Mercury ) ,৫৮৩২ ঘন্টা।

Comments :0

Login to leave a comment