Bangladesh

মৌলবাদী হামলার জেরে বাংলাদেশে প্রকাশিত হলো না সংবাদপত্র, হামলা ছায়ানটেও

আন্তর্জাতিক

উগ্র দক্ষিণপন্থীরদের হামলায় ধ্বংসের চেহারা নিয়েছে বাংলাদেশ। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সংবাদপত্রের অফিসে। বৃহস্পতিবার রাতের এই হামলার জন্য শুক্রবার সকালে প্রকাশিত হলো না বাংলাদেশের দুই সংবাদপত্র। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার প্রকাশিত হয়নি। বৃহস্পতিবার বেশি রাতে ঢাকায় এই সংবাদপত্র দুটির সদর অফিসে হামলা চালানো হয়। ল্যাপটপ, ডেক্সটপ সহ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সামগ্রী লুট হয়। ‌
প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোটালো সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এজন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করি।'
দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে এখনও কোন বিবৃতি পাওয়া যায়নি।

এখানেই শেষ নয় রবীন্দ্রনাথের স্মৃতি বিজারিত ছায়ানটে চলেছে ভাঙছুড়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ছায়ানটে। ভাঙা হয়েছে একাধিক জিনিস। নষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথের বই। ছিঁড়ে ফেলা হয়েছে নজরুলের ছবি।
হাসিনা সরকার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এর আগে মুজিবের বাড়ি ভেঙেছে মৌলবাদীরা। এবার তাদের আক্রমণ সংবাদপত্রের দপ্তর গুলোর ওপর। যদিও এই হামলার কোন নিন্দা এখনও পর্যন্ত ইউনুস সরকার এবং সংবাদপত্র গুলোর পক্ষ থেকে করা হয়নি।

Comments :0

Login to leave a comment